বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা :
৯৬.
শিরোনাম
:
ওগো প্রিয়,
তব গান! আকাশ-গাঙের
জোয়ারে
পাঠ ও পাঠভেদ:
তালঃ কাহার্বা
ওগো প্রিয়, তব গান! আকাশ-গাঙের জোয়ারে
উজান বহিয়া যায়
মোর কথাগুলি কাঁদিছে বুকের দুয়ারে
পথ খুঁজে নাহি পায়॥
ওগো দখিনা বাতাস, ফুলের সুরভি বহ
ওরি সাথে মোর না-বলা বাণী লহ
ওগো মেঘ, তুমি মোর হয়ে গিয়ে কহ
বন্দিনী গিরি ঝরনা পাষাণ-তলে
যে কথা কহিতে চায়॥
ওরে ও সুরমা, পদ্মা, কর্ণফুলি তোদের ভাটির স্রোতে
নিয়ে যা আমার না-বলা কথাগুলি ধুয়ে মোর বুক হ'তে
ওরে' 'চোখ গেল' 'বউ কথা কও' পাখি
তোদের কন্ঠে মোর সুর, যাই রাখি' কি?
(ওরে) মাঠে মুরলী কহিও তাহারে ডাকি,
আমার গানের কলি না-ফোটা বুলি ঝ'রে গেল নিরাশায়॥
পাঠভেদ আছে।
১. মোর
কথাগুলি কাঁদিছে বুকের দুয়ারে
[রেকর্ড নং
N.Q. 181।
]
মোর কথাগুলি কাঁদিছে বুকের
মাঝারে ['নজরুল-গীতি - অখণ্ড',
পৃঃ ৩৯, আবদুল আজীজ আল - আমান সম্পাদিত]
মোর কথাগুলি বুকের
মাঝারে ['নজরুল-রচনাবলী', ৪র্থ
খণ্ড, পৃঃ ১৬৪, আবদুল কাদির সম্পাদিত।]
মোর কথাগুলি বুকের
মাঝারে ['গীতি
সংকলন, কাজী নজরুল ইসলাম', ১ম খণ্ড, পৃঃ ২৩৩, রফিকুল ইসলাম সম্পাদিত।]
২. ওগো
দখিনা বাতাস [রেকর্ড নং N.Q. 181।
]
ওগো দখিনা
পবন ['নজরুল-রচনাবলী',
৪র্থ খণ্ড, পৃঃ ১৬৫, আবদুল কাদির সম্পাদিত।]
ওগো দখিনা
পবন
['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ১ম খণ্ড, পৃঃ ২৩৩, রফিকুল ইসলাম সম্পাদিত।]
৩. নিয়ে
যা আমার না-বলা কথাগুলি [রেকর্ড নং
N.Q. 181।
]
নিয়ে যা আমার না-বলা
বাণীগুলি ['নজরুল-রচনাবলী', ৪র্থ খণ্ড, পৃঃ ১৬৫, আবদুল কাদির
সম্পাদিত।]
নিয়ে যা আমার না-বলা
বাণীগুলি ['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ১ম খণ্ড, পৃঃ ২৩৩,
রফিকুল ইসলাম সম্পাদিত।]
৪. তোদের
কন্ঠে মোর সুর, যাই রাখি'
কি?
[রেকর্ড নং N.Q. 181।
]
তোদের কন্ঠে মোর সুর, যাই
রাখি'
['শ্রেষ্ঠ নজরুল-স্বরলিপি-অখণ্ড',
পৃঃ ৬৯৪ , আবদুল আজীজ আল - আমান সম্পাদিত]
৫. আমার
গানের এ
কলির
না-ফোটা বুলি
[রেকর্ড নং N.Q.
181।
]
আমার
এ
কলির
না-ফোটা বুলি
['নজরুল-গীতি - অখণ্ড',
পৃঃ ৩৯, আবদুল আজীজ আল - আমান সম্পাদিত]
আমার
এ
কলির
না-ফোটা বুলি
['নজরুল-রচনাবলী', ৪র্থ খণ্ড, পৃঃ ১৬৫,
আবদুল কাদির সম্পাদিত।]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের মে মাসে Pioneer. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: