বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা : ৯৬৬.
শিরোনাম
: চল্ চল্ চল্। চল্
চল্ চল্।
পাঠ ও পাঠভেদ:
৯৬৬.
মার্চের সুর, তাল: ত্রিমাত্রিক ছন্দ
চল্ চল্ চল্। চল্ চল্ চল্।
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী-তল
অরুণ প্রাতের তরুণ দল
চল্ রে চল্ রে চল্
চল্ চল্ চল্॥
উষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান
আমরা দানিব নূতন প্রাণ
বাহুতে নবীন বল।
চল্ রে নও জোয়ান
শোন্ রে পাতিয়া কান
মৃত্যু-তোরণ-দুয়ারে-দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ্ রে ভাঙ্ আগল
চল্ রে চল্ রে চল্
চল্ চল্ চল্॥
ক. রচনাকাল ও স্থান: ১৯২৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে ঢাকায় মুসলিম সাহিত্য-সমাজের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে যোগদান করতে এসে কবি এ গানটি রচনা করেন। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ২৯ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
নাটিকা─জাগো
সুন্দর চির-কিশোর।
তারিখ: ২৪ মে,
১৯৪০
খ্রিষ্টাব্দ। কঙ্কনের গান।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুরকার : কাজী নজরুল ইসলাম।
স্বরলিপিকার :