৯৭২.
রাগ: ইমন মিশ্র, তাল: কাহার্বা
বসিয়া বিজনে
কেন একা মনে
পানিয়া ভরণে
চলো লো গোরী।
চলো জলে চলো কাঁদে বনতল
ডাকে ছলছল
জল-লহরি॥
দিবা চ'লে যায়
বলাকা-পাখায়
বিহগের বুকে
বিহগী লুকায়।
কেঁদে চখা-চখি
মাগিছে বিদায়
বারোয়াঁর সুরে
ঝুরে বাঁশরি॥
ওগো বে-দরদি ও
রাঙা পায়ে
মালা হয়ে কে গো গেল জড়ায়ে।
তব সাথে কবি
পড়িল দায়ে
পায়ে রাখি তারে না গলে
পরি॥
ভাবসন্ধান:
১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
২. রেকর্ড সূত্র : ১৯২৯ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে H.M.V. রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। রেকর্ড নং P. 11638 । শিল্পী ছিলেন কে. মল্লিক।
৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯২৯ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হ্ওয়ার সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩০ বৎসর।
৪. প্রাসঙ্গিক পাঠ :
বুলবুল (কার্তিক ১৩৩৫
বঙ্গাব্দ। ১৫ নভেম্বর, ১৯২৮ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
দ্বিতীয় খণ্ড (বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩।
ফেব্রুয়ারি ২০০৭)] -এর ৩ সংখ্যক গান।
পৃষ্ঠা: ১৫২-১৫৩। এবং
নজরুল-গীতিকা (ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২
সেপ্টেম্বর, ১৯৩০ খ্রিষ্টাব্দ)। [নজরুল-রচনাবলী,
তৃতীয় খণ্ড (বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩।
ফেব্রুয়ারি ২০০৭)] -এর ৫৭ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২০৯-২১০। ----- গ্রন্থ দু'টির মধ্যে গানটির
কিছু বাড়তি অংশ পাওয়া যায়, যা নজরুল-সঙ্গীত
সংগ্রহ -বইটিতে দেয়া হয়নি।
সম্পূর্ণ গানটি নিম্নে তুলে দেয়া হল,--
বসিয়া বিজনে
কেন একা মনে
পানিয়া ভরণে
চলো লো গোরী।
চলো জলে চলো কাঁদে বনতল
ডাকে ছলছল
জল-লহরি॥
দিবা চ'লে যায়
বলাকা-পাখায়
বিহগের বুকে
বিহগী লুকায়।
কেঁদে চখা-চখি
মাগিছে বিদায়
বারোয়াঁর সুরে
ঝুরে বাঁশরি॥
সাঁঝ হেরে মুখ
চাঁদ-মুকুরে
ছায়াপথ-সিঁথি
রচি চিকুরে,
নাচে ছায়া-নটী
কানন-পুরে
দুলে লটপট
লতা-কবরী॥
'বেলা গেল বধূ'
ডাকে ননদী,
চল জল নিতে
যাবি লো যদি,
কালো হয়ে আসে সুদূর
নদী,
নাগরিকা-সাজে
সাজে নগরী॥
মাঝি বাঁধে তরী
সিনান-ঘাটে,
ফিরিছে পথিক
বিজন মাঠে,
কারে ভেবে বেলা কাঁদিয়া
কাটে
ভর আঁখি-জলে
ঘট গাগরী॥
ওগো বে-দরদি ও
রাঙা পায়ে
মালা হয়ে কে গো গেল জড়ায়ে।
তব সাথে কবি
পড়িল দায়ে
পায়ে রাখি তারে না গলে
পরি॥
৫. সুরকার: কাজী নজরুল ইসলাম। [সুর-মুকুর, (ডি. এম. লাইব্রেরী, জ্যৈষ্ঠ ১৪০৬। মে ১৯৯৯) -এর ১১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৪-৩৬]।
৬. স্বরলিপিকার :
৭.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :
রাগ: ইমন মিশ্র।
তাল: কাহারবা।
সুরের অঙ্গ: গজল।
পর্যায়:
গ্রহস্বর: