বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা :
৯৮.
শিরোনাম
:
আমারে চোখ
ইশারায় ডাক দিলে হায় কে গো দরদি।
পাঠ ও পাঠভেদ:
রাগঃ জৌনপুরী-আশাবরি, তালঃ কাহার্বা
আমারে চোখ ইশারায় ডাক দিলে হায় কে গো দরদি।
খুলে দাও রং মহলার তিমির-দুয়ার ডাকিলে যদি॥
গোপনে চৈতি হাওয়ায় গুল্-বাগিচায় পাঠালে লিপি,
দেখে তাই ডাক্ছে ডালে কু কু ব'লে কোয়েলা ননদী॥
পাঠালে ঘূর্ণি-দূতী ঝড়-কপোতী বৈশাখে সখি
বরষায় সেই ভরসায় মোর পানে চায় জল-ভরা নদী
তোমারি অশ্রু ঝলে শিউলি তলে সিক্ত শরতে,
হিমানীর পরশ বুলাও ঘুম ভেঙে দাও দ্বার যদি রোধি॥
পউষের শূন্য মাঠে একলা বাটে চাও বিরহিণী,
দুঁহু হায় চাই বিষাদে, মধ্যে কাঁদে তৃষ্ণা-জলধি॥
ভিড়ে যা ভোর-বাতাসে ফুল-সুবাসে রে ভোমর কবি
ঊষসীর শিশ্-মহলে আস্তে যদি চাস্ নিরবধি॥
পাঠভেদ আছে।
১. খুলে
দাও রং মহলার তিমির-দুয়ার
[রেকর্ড নং
P.
11518]
খুলে দাও রং মহলার
তিমির-দুয়ারে
['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ২য় খণ্ড, পৃঃ ১৭৩,
রফিকুল ইসলাম সম্পাদিত।]
২. দেখে
তায়
ডাক্ছে ডাল [রেকর্ড নং
P.
11518]
দেখে তাই
ডাক্ছে ডাল ['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ২য় খণ্ড, পৃঃ ১৭৩,
রফিকুল ইসলাম সম্পাদিত।]
দেখে তাই
ডাক্ছে ডাল ['নজরুল-রচনাবলী', ১ম খণ্ড, পৃঃ ১৯৮, আব্দুল কাদির
সম্পাদিত।]
৩. তোমারি
অশ্রু
জলে [রেকর্ড
নং P.
11518]
তোমারি অশ্রু
ঝলে ['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ২য় খণ্ড, পৃঃ ১৭৩, রফিকুল ইসলাম সম্পাদিত।]
তোমারি অশ্রু
ঝলে ['নজরুল-রচনাবলী', ১ম খণ্ড, পৃঃ ১৯৮, আব্দুল কাদির সম্পাদিত।]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯২৮ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে H.M.V. রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ হয়েছিল। সেই সময় নজরুল ইসলামের বয়স ছিল ২৯ বৎসর।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: