বিষয় :
নজরুল
সঙ্গীত।
গান সংখ্যা :
৯৯.
শিরোনাম
:
তোরা
সব জয়ধ্বনি কর!
পাঠ ও পাঠভেদ:
রাগঃ মালকোষ-ভৈরব-মেঘ-বসন্ত-হিল্লোল-শ্রী-পঞ্চম-নটনারায়ণ,
তালঃ দ্রুত-দাদ্রা
তোরা সব জয়ধ্বনি কর!
তোরা সব জয়ধ্বনি কর
ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়
তোরা সব জয়ধ্বনি কর!!
আস্ল এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য-পাগল,
সিন্ধু-পারের সিংহ-দ্বারে ধমক হেনে ভাঙ্ল আগল!
মৃত্যু-গহন অন্ধকূপে, মহাকালের চণ্ড-রূপে ধূম্র-ধূপে
বজ্র-শিখার মশাল জ্বেলে আসছে ভয়ঙ্কর!
ওরে ঐ আসছে ভয়ঙ্কর!
তোরা সব জয়ধ্বানি কর!!
দ্বাদশ রবির বহ্নি-জ্বালা ভয়াল তাহার নয়ন-কটায়,
দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়!
বিন্দু তাহার নয়ন-জলে
সপ্ত মহাসিন্ধু দোলে
কপোল-তলে!
বিশ্ব-মায়ের আসন তারি বিপুল বাহুর 'পর ─
হাঁকে ঐ ''জয় প্রলয়ংকর!''
তোরা সব জয়ধ্বনি কর!!
মাভৈঃ, ওরে মাভৈঃ, মাভৈঃ, মাভৈঃ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে
জরায়-মরা মুমূর্ষুদের প্রাণ-লুকানো ঐ বিনাশে।
এবার মহা-নিশার শেষে
আসবে ঊষা অরুণ হেসে
করুণ্ বেশে!
দিগম্বরের জটায় লুটায় শিশু-চাঁদের কর!
আলো তার ভরবে এবার ঘর।
তোরা সব জয়ধ্বনি কর!!
পাঠভেদ আছে।(মূল সুর এই রেকর্ডে
পরিবর্তিত হয়েছে।
১.
আসলো
এবার অনাগত প্রলয়-নেশার
নৃত্য-পাগল,
[রেকর্ড
নং G.E. 7458
]
আসছে
এবার অনাগত প্রলয়-নেশার
নৃত্য-পাগল, ['নজরুল-রচনাবলী',
৩য় খণ্ড, পৃঃ ৩০, আব্দুল কাদির সম্পাদিত।]
আসছে
এবার অনাগত প্রলয়-নেশায়
নৃত্য-পাগল, ['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ৩য় খণ্ড, পৃঃ ১, রফিকুল
ইসলাম সম্পাদিত।]
২. সিন্ধু-পারের
সিংহ-দ্বারে ধমক হেনে ভাঙ্লো
আগল! [রেকর্ড
নং G.E. 7458
]
সিন্ধু-পারে
সিংহ-দ্বারে ধমক হেনে ভাঙল
আগল!
['নজরুল-রচনাবলী', ৩য় খণ্ড,
পৃঃ ৩০, আব্দুল কাদির সম্পাদিত।]
৩. ওরে
ঐ আসছে ভয়ংকর! [রেকর্ড নং G.E. 7458
]
ওরে ঐ
হাসছে
ভয়ংকর! ['নজরুল-রচনাবলী', ৩য় খণ্ড, পৃঃ ৩০, আব্দুল কাদির
সম্পাদিত।]
ওরে
ঐ হাসছে
ভয়ংকর! ['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ২য় খণ্ড, পৃঃ ১৭৩, রফিকুল
ইসলাম সম্পাদিত।]
৪.
নিচের অনুচ্ছেদটি রেকর্ডে নেই [রেকর্ড
নং G.E. 7458
]
ধ্বংস দেখে ভয় কেন তোর?
প্রলয় নূতন...... ..... ......
....... ..... ..... ..... ......
ভেঙে আবার গ'ড়তে জানে
সে চির সুন্দর
...... ..... ..... ...... ......
তোরা সব জয়ধ্বনি কর!!' ['গীতি সংকলন, কাজী নজরুল ইসলাম', ২য় খণ্ড, পৃঃ ১৭৩, রফিকুল
ইসলাম সম্পাদিত।]
৫.নিচের অনুচ্ছেদটি রেকর্ডে নেই
[রেকর্ড নং G.E. 7458
]
'ঝামর তাহার কেশের দোলায়...
....... ....... ....... ..........
ওরে ঐ স্তব্ধ চরাচর।
....... ....... ....... .........
তোরা সব জয়ধ্বনি কর!!' ['নজরুল-রচনাবলী', ৩য় খণ্ড, পৃঃ ৩১, আব্দুল কাদির
সম্পাদিত।]
৬. হাসে
ঐ ''জয়
প্রলয়ংকর!! [রেকর্ড
নং G.E. 7458
]
হাঁকে ঐ
''জয়
প্রলয়ংকর!! ['নজরুল-রচনাবলী', ৩য় খণ্ড, পৃঃ ৩১, আব্দুল কাদির সম্পাদিত।]
৭.
মাভৈঃ,
ওরে মাভৈঃ, মাভৈঃ, মাভৈঃ জগৎ জুড়ে প্রলয়
....
[রেকর্ড নং G.E. 7458
]
মাভৈঃ
মাভৈঃ
! জগৎ জুড়ে প্রলয়
.... ['নজরুল-রচনাবলী', ৩য় খণ্ড, পৃঃ ৩১, আব্দুল
কাদির সম্পাদিত।]
৮. আসবে
ঊষা অরুণ হেসে
তরুণ্
বেশে! [রেকর্ড নং G.E. 7458
]
আসবে
ঊষা অরুণ হেসে
করুণ্
বেশে! ['নজরুল-রচনাবলী', ৩য় খণ্ড, পৃঃ ৩১, আব্দুল কাদির সম্পাদিত।]
৯. নিচের অনুচ্ছেদগুলি রেকর্ডে নেই [রেকর্ড নং G.E. 7458 ]
ক.
'ঐ সে মহাকাল-সারথি.... .....
......... ........ ......... .........
শোনা যায় রথ-ঘর্ঘর !
.......... .......... ..............
তোরা সব জয়ধ্বনি কর!!'
খ.
'ধ্বংস দেখে ভয় কেন তোর?
......... ........ ......... ......
ভেঙে আবার গড়তে জানে
....... ........ ......... .......
তোরা সব জয়ধ্বনি কর!!'
গ.
'ঐ ভাঙা-গড়া খেলা যে তার
......... .......... .........
কাল ভয়ঙ্করের বেশে
........ ........ ........ ....
তোরা সব জয়ধ্বনি কর!!' ['নজরুল-রচনাবলী', ৩য় খণ্ড, পৃঃ ৩২, আব্দুল কাদির সম্পাদিত।]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান:
ক. রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল এপ্রিল,
১৯২২ খ্রিষ্টাব্দ এবং রচনাস্থান কুমিল্লা। সুতরাং, গানটি নজরুল ইসলামের ২৩
বৎসর
বয়সে রচনা করেছিলেন।
[সূত্র:
নজরুল সঙ্গীত নির্দেশিকা,
ব্রহ্মমোহন ঠাকুর (নজরুল
ইন্সটিটিউট। মে ২০০৯)।
১৩২৩ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩৬০-৩৬১।]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বেতার:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: