এই গ্রন্থের ফাল্গুন ১৪১৩ মুদ্রণের ৭৭ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।
স্বরবিতান ষট্ত্রিংশ খণ্ড প্রকাশিত হয় আষাঢ় ১৩৬১ সালে। এই গ্রন্থের সম্পাদনার
দায়িত্ব বহন করেন ইন্দিরাদেবী চৌধুরানী ও শ্রীঅনাদিকুমার দস্তিদার; কোনো-কোনো বিষয়ে
শ্রীসুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়, শ্রীশৈলজারঞ্জন মজুমদার ও রমেশচন্দ্র
বন্দোপাধ্যায়ের সহযোগিতা পাওয়া গিয়াছে।
এই গ্রন্থে প্রকাশিত উনত্রিশটি গানের স্বরলিপির মধ্যে ছাব্বিশটি গানের
শ্রীসুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় -কৃত স্বরলিপি ছয় খণ্ডে প্রকাশিত (১৯১০-১৯১৮
খৃষ্টাব্দ) 'গীতলিপি'র কোনো না কোনো খণ্ডে মুদ্রিত; তদতিরিক্ত- 'আজ নাহি নাহি
নিদ্রা" গানের কাঙ্গালীচরণ সেন -কৃত স্বরলিপি 'ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি'র ষষ্ঠ খণ্ডে
এবং 'আমি চঞ্চল হে' গানের দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি দ্বিতীয় ভাগ 'গীতলেখা'য়
পূর্বে মুদ্রিত হইয়াছে। 'বিশ্ববীণারবে' গানটির স্বরলিপি ইন্দিরাদেবী চৌধুরানী -কৃত।
উক্ত গানের সম্পূর্ণ স্বরলিপি 'স্বরলিপি-গীতি-মালা' ও 'শতগান' গ্রন্থে পূর্বে
মুদ্রিত, অপরপক্ষে 'কেতকী' ও 'শেফালি' গ্রন্থে কেবলমাত্র অংশতঃ সংকলিত আছে।
এই গ্রন্থের অন্তর্ভুক্ত গান ও স্বরলিপি সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্যাদি, এবং
উহাদের সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট
হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
পৌষ ১৩৭৭
এই
খণ্ডের গানগুলির তালিকা নিচে দেওয়া হলো।
অমৃতের সাগরে আমি যাব যাব রে [পূজা-৪২৭]
[তথ্য]
[নমুনা]
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাত [পূজা-৪২৫]
[তথ্য]
[নমুনা]
আজি কমলমুকুলদল খুলিল [প্রকৃতি-২৭২]
[তথ্য]
[নমুনা]
আমি চঞ্চল হে [বিচিত্র ৬৫]
[তথ্য]
[নমুনা]
উতল-ধারা বাদল ঝরে [প্রকৃতি-৬২]
[তথ্য]
[নমুনা]
কার মিলন চাও বিরহী [পূজা-৪২৮]
[তথ্য]
[নমুনা]
কী সুর বাজে আমার প্রাণে [প্রেম-২৯৭]
[তথ্য]
[নমুনা]
ঘোর দুঃখে জাগিনু, ঘনঘোরা যামিনী [পূজা-৪৩৩]
[তথ্য]
[নমুনা]
জয় তব বিচিত্র আনন্দ, হে কবি [পূজা-৩৭৬]
[তথ্য]
[নমুনা]
জাগ’ জাগ’ রে জাগ’ সঙ্গীত [পূজা-২১]
[তথ্য]
[নমুনা]
জাগে নাথ জোছনারাতে [পূজা-৫৩৬]
[তথ্য]
[নমুনা]
জাগো নির্মল নেত্রে রাত্রির পরপারে [পূজা-২৭৫]
[তথ্য]
[নমুনা]
তিমিরদুয়ার খোলো- এসো [পূজা-৪৬৫]
[তথ্য]
[নমুনা]
তিমিরবিভাবরী কাটে কেমনে [পূজা-৪২৬]
[তথ্য]
[নমুনা]
তিমিরময় নিবিড় নিশা [বিচিত্র-১০১]
[তথ্য]
[নমুনা]
তুমি আমাদের পিতা [পূজা-৩৯২]
[তথ্য]
[নমুনা]
দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে [পূজা-২৬১]
[তথ্য]
[নমুনা]
পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে [প্রকৃতি-২৭৩]
[তথ্য]
[নমুনা]
প্রথম আদি তব শক্তি [পূজা-৪৭০]
[তথ্য]
[নমুনা]
প্রভু আমার প্রিয় আমার [পূজা-৬৮]
[তথ্য]
[নমুনা]
প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণ [পূজা-২৭৪]
[তথ্য]
[নমুনা]
বিরহ মধুর হল আজি [প্রেম-২৬২]
[তথ্য]
[নমুনা]
বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে [প্রকৃতি-১]
[তথ্য]
[নমুনা]
মহারাজ, একি সাজে [পূজা-৫২২]
[তথ্য]
[নমুনা]
যদি আমায় তুমি বাঁচাও [পূজা-৮০]
[তথ্য]
[নমুনা]
রাখো রাখো রে জীবনে জীবনবল্লভে [পূজা-৩৭৮]
[তথ্য]
[নমুনা]
হৃদয়ে তোমার দয়া যেন পাই [পূজা-১২১]
[তথ্য]
[নমুনা]
হে নিখিলভারধারণ বিশ্ববিধাতা [পূজা-৫১০]
[তথ্য]
[নমুনা]