স্বরবিতান-৫৯
স্বরবিতান
ঊনষষ্টিতম খণ্ড প্রকাশিত হয় ২৫ বৈশাখ ১৩৭১ সালে। এই গ্রন্থে পঁচিশটি গানের স্বরলিপি
সংকলিত– ইহার অধিকাংশ বিভিন্ন সাময়িক পত্রে প্রকাশিত হইয়াছিল। ৬, ১২, ১৫, ১৬, ১৮, ২১ ও ২৪-সংখ্যক
স্বরলিপি পাণ্ডুলিপি হইতে গৃহীত।
বর্তমান গ্রন্থের অন্তর্ভুক্ত গানের রচনাকাল ও প্রকাশকাল সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য
সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস। এই গ্রন্থের গানগুলির তালিকা
নিচে
দেওয়া হলো।
গানের সূচী
আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে [প্রকৃতি-১২৯]
[তথ্য]
[নমুনা]
আজি মেঘ কেটে গেছে [প্রকৃতি-১৩৮]
[তথ্য]
[নমুনা]
আমার আপন গান আমার অগোচরে [প্রেম-২২৯]
[তথ্য]
[নমুনা]
আমার প্রাণের মাঝে সুধা আছে [প্রেম-১১০]
[তথ্য]
[নমুনা]
আমার মন কেমন করে [প্রেম-২১৪]
[তথ্য]
[নমুনা]
আমি আশায় আশায় থাকি [প্রেম-২০০]
[তথ্য]
[নমুনা]
আমি কী গান গাব যে [প্রকৃতি-১২০]
[তথ্য]
[নমুনা]
আমি তোমারি মাটির কন্যা [বিচিত্র-৯৮]
[তথ্য]
[নমুনা]
আমি যে গান গাই জানি নে [প্রেম-২৩১]
[তথ্য]
[নমুনা]
উদাসীন-বেশে বিদেশিনী কে [প্রেম-১১২] [প্রেম ও প্রকৃতি ৯১]
[তথ্য]
[নমুনা]
এই উদাসী হাওয়ার পথে পথে [প্রেম-২২৩]
[তথ্য]
[নমুনা]
ওগো আমার চির-অচেনা পরদেশী [প্রেম-১৯৪]
[তথ্য]
[নমুনা]
তুমি কোন্ ভাঙনের পথে এলে [প্রেম-২২১]
[তথ্য]
[নমুনা]
দিনান্তবেলায় শেষের ফসল [প্রেম-২৩৫]
[তথ্য]
[নমুনা]
না চাহিলে যারে পাওয়া যায় [প্রেম-২৬১]
[তথ্য]
[নমুনা]
নিবিড় মেঘের ছায়ায় [প্রকৃতি-১৩৫]
[তথ্য]
[নমুনা]
নীল নবঘনে আষাঢ়গগনে [প্রকৃতি-১০৮]
[তথ্য]
[নমুনা]
পিণাকেতে লাগে টঙ্কার [পূজা-২৩৭]
[তথ্য]
[নমুনা]
প্রথম যুগের উদয়দিগঙ্গনে [ভূমিকা]
[তথ্য]
[নমুনা]
মম দুঃখের সাধন [প্রেম-২২৫]
[তথ্য]
[নমুনা]
যদি হায় জীবন পূরণ [প্রেম-২২৮]
[তথ্য]
[নমুনা]
যারে নিজে তুমি ভাসিয়েছিলে [পূজা-১৯৬]
[তথ্য]
[নমুনা]
শেষ গানেরই রেশ নিয়ে যাও চল [প্রকৃতি-১৩২]
[তথ্য]
[নমুনা]
সখী, তোরা দেখে যা [প্রেম-১৯৯]
[তথ্য]
[নমুনা]
হে নিরুপমা, গানে যদি লাগে বিহ্বল তান [প্রেম-৩৯]
[তথ্য]
[নমুনা]