রুবল
রুশ রুবল>ইংরেজি
ruble
বা
rouble>বাংলা রুবল।
প্রাচীন রুশ সাম্রাজ্যে এই
মুদ্রা প্রচলিত ছিল। পরবর্তী সময়ে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়াতে মুদ্রা নাম রুবেল
হিসাবেই গ্রহণ করা হয়েছিল। এর প্রতীক
руб। এই মুদ্রাটি ১০০
ক্ষুদ্রভাগে বিভাজিত। প্রতিটি ভাগ
কোপেক
নামে পরিচিত। সোভিয়েত রাশিয়া ভেঙে যে সকল রাষ্ট্রের উদ্ভব হয়েছে, তাদের ভিতরে
বেশকিছু রাষ্ট্রের মুদ্রার নাম রুবেল। যেমন-
আরমেনিয়ান রুবেল
(Armenian ruble)।
আজারবাইজানি
রুবেল
(Azerbaijani ruble)।
বেলারুশিয়ান রুবেল
(Belarusian ruble)
।
রাশিয়ান
রুবেল (Russian ruble)।
তাজিকিস্তান রুবেল
(Tajikistani ruble)।
ট্র্যান্সককেশিয়ান
রুবেল
(Transcaucasian ruble)।
ট্র্যান্সনিস্ট্রিয়ান রুবেল (Transnistrian ruble)।
রুসমাত বিশেষ্য