কোস্টারিকার  পতাকা

কোস্টারিকা

ইংরেজি Costa Rica

উত্তর আমেরিকার এ
কটি স্বাধীন রাষ্ট্র।
এর রাজধানীর  নাম সান জোস।

ভৌগোলিক অবস্থান: ১০
° উত্তর ৮৪° পশ্চিম।  এর উত্তরে  নিকারগুয়া, পূর্বে ক্যারাবিয়ান সাগর, দক্ষিণে পানামা এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর।
 

আয়তন: ৫১,১০০ বর্গকিলোমিটার (১৯,৭০০ বর্গমাইল)।

জনসংখ্যা:
২০১৬ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ৪৮,৫৭,২৭৪।

ভাষা: স্প্যানিশ।
ধর্ম: রোমান ক্যাথলিক প্রধান ধর্ম।
মুদ্রা: কোস্টারিকা কোলোন।