অস্ট্রেলিয়া পতাকা

অস্ট্রেলিয়া (দেশ)

ইংরেজি  Australia

অস্ট্রেলিয়া মহাদেশের মূল রাষ্ট্র
্র।
এর রাজধানীর  নাম ক্যানাবেরা।

ভৌগোলিক অবস্থান: ৩০
°দক্ষিণ ১৪০° পূর্ব। এশিয়ার দক্ষিণ-পূর্বে ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। মূল মহাদেশ এবং নিকটবর্তী তাসমানিয়া দ্বীপ নিয়ে অস্ট্রেলিয়া নাম দেশ গঠিত হয়েছে। দেশটির উত্তরে তিমুর সাগর, আরাফুর সাগর ও টরেস প্রণালী। এর পূর্বে রয়েছে প্রবাল সাগর ও তাসমান সাগর; দক্ষিণে ব্যাস প্রণালী ও ভারত মহাসাগর। দেশটি পূর্ব-পশ্চিমে প্রায় ৪০০০ কিমি এবং উত্তর-দক্ষিণে প্রায় ৩৭০০ কিমি দীর্ঘ। অস্ট্রেলিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ, কিন্তু রাষ্ট্রের বিচারে ৬ষ্ঠ বৃহত্তম।

দেশটির উত্তর-পূর্বে রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ নামক বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। প্রায় ২৫০০টি প্রাচীর ও অনেকগুলি ছোট ছোট দ্বীপ নিয়ে এই প্রবাল প্রাচীর তৈরি হয়েছে।

আয়তন: ৭৬,১৭,৯৩০ বর্গকিলোমিটার (২৯,৪১,২৯৯ বর্গমাইল)।
 
জনসংখ্যা: ২০১৮ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব ২,৫৮,০০,৪৮৬।

ভাষা: ইংরেজি।
ধর্ম: রোমান ক্যাথলিক প্রধান ধর্ম।
মুদ্রা: অস্ট্রেলিয়ান  ডলার।

 

প্রশাসন: অস্ট্রেলিয়া ৬টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। এই অঙ্গরাজ্যগুলো হলো- নিউ সাউথ ওয়েল্স, কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভিক্টোরিয়া, ও পশ্চিম অস্ট্রেলিয়া। এছাড়াও রয়েছে দুইটি টেরিটরি। এগুলো র্লো- অস্ট্রেলীয় রাজধানী টেরিটরি এবং উত্তর টেরিটরি। এছাড়া সাগরের ভিতরে রয়েছে অ্যাশমোর ও কার্টিয়ার দ্বীপপুঞ্জ, অস্ট্রেলীয় অ্যান্টার্কটিকা, ক্রিসমাস দ্বীপ, কোকোস দ্বীপপুঞ্জ, কোরাল সি দ্বীপপুঞ্জ, হার্ড দ্বীপ ও ম্যাকডনাল্ড দ্বীপপুঞ্জ, এবং নরফোক দ্বীপ।

 

ইতিহাস: প্রায় ৫০,০০০ থেকে ৬০,০০০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে অস্ট্রেলিয়ার প্রথম মানুষের পদার্পণ করেছিল। এদেরকে অস্ট্রেলিয়ার আদিবাসী হিসেবে অভিহিত করা হয়। খ্রিষ্টীয় ১৭শ শতাব্দীর আগ পর্যন্ত বহির্বিশ্বের কাছে দ্বীপটি অজানা ছিল। ১৭৮৮ খ্রিষ্টাব্দে দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার পোর্ট জ্যাকসনে প্রথম স্থায়ী উপনিবেশ সৃষ্টি করা হয়। প্রথম দিকে এটি ছিল ব্রিটিশ কয়েদিদের উপনিবেশ। আদি এই উপনিবেশ পরবর্তীকালে বড় হয়ে সিডনী শহরে পরিণত হয়েছে। ১৯শ শতক জুড়ে অস্ট্রেলিয়ায় ছোটো ছোটো ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয়েছিল। ১৯০১ খ্রিষ্টাব্দে এগুলি একত্র হয়ে স্বাধীন অস্ট্রেলিয়া গঠন করে।