০ এপ্রিল, ১৯৭১ খ্রিষ্টাব্দ

রংপুর
পাকিস্তানি বাহিনী রংপুরের তৎকালীন কারমাইকেল কলেজ ক্যাম্পাসে কয়েকজন অধ্যাপককে হত্যা করে। এই অধ্যাপকরা ছিলেন- অধ্যাপক চিত্ত রঞ্জন, অধ্যাপক রাম কৃষ্ণ অধিকারী ও অধ্যাপক সুনীল চক্রবর্তী। এঁদের রাতের অন্ধকারে হত্যা করে দমদমা ব্রিজের পার্শ্বে এক বাঁশঝাড়ে গণ কবর দেওয়া। এছাড়া অধ্যাপক কালাচাঁদ রায় ও তার স্ত্রী, অধ্যাপক মো আব্দুল রহমান, অধ্যাপক শাহ সোলায়মান আলী-সহ অনেক ছাত্র-শিক্ষককে হত্যা করা হয়। এ সময় পাকবাহিনীর নির্যাতনের কেন্দ্রস্থল ছিল রংপুর টাউন হল।