১৯৭১ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
১৪ মে (বৃহস্পতিবার, ৩০ বৈশাখ্ ১৩৭৮)


পাবনা | ফরিদপুর উপজেলা | ডেমরা ইউনিয়ন। বাউশগাড়ি খাল।

১৩ মে দিবাগত রাতে পাকবাহিনীর সহায়তাকারী জনৈক আসাদ, বাঘাবাড়ি ঘাট থেকে পাকিস্তানি মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল উল্লেখ করে- পাকসৈন্যদের নদীপথে এই গ্রামে ডেকে আনে। পাকসৈন্যরা এই এলাকার ঘরে ঘরে মুক্তিবাহিনীদের জন্য তল্লাসী চালায়। কিন্তু মুক্তিবাহিনীর কোনো সদস্যকে ধরতে না পেরে পাক সৈন্যরা তিন শতাধিক নরনারীকে বাউশগাড়ি খালের পাড়ে জড় করে। পরে ম্যাশিনগানের গুলিতে এদের হত্যা করে। এর ভিতর থেকে পরে ২ জন মহিলাসহ ১৫ জন আহত হলেও প্রাণে রক্ষা পায়। জানা যায় এই হত্যার সাথে জড়িত ছিল- মাওলানা আব্দুস সোবাহান।