বাংলাদেশের সরীসৃপ তালিকা


বাংলাদেশে বিলুপ্ত ও বিলুপ্ত সরীসৃপ তালিকা নিচে দেওয়া হলো

কচ্ছপ, কাইট্টা ও কাছিমের তালিকা

পরিবারঃ ক. কচ্ছপ (Testudinidae)
০১. হলুদ পাহাড়ি কচ্ছপ, Elongated Tortise, Indotestudo elongate;
০২. এশিয় চিলা কচ্ছপ, Asian Giant Tortise, Manouria emys;

পরিবারঃ খ. কাইট্টা (Geoemydidae),
০৩. বোদো বা বাটাগুড় কাইট্টা, Northern River Terrapin, Batagur baska;
০৪. রঙিলা ছাঁদ কাইট্টা, Painted Roofed Turtle, Batagur dhongoka;
০৫. কড়ি কাইট্টা, Bengal Roofed turtle, Batagur kachuga;
০৬. মালয়ী ডিবা কাইট্টা, Malayan Box Turtle, Cuora amyionensis;
০৭. এশিয় পাতা কাইট্টা, Asian Leaf Turtle, Cyclemys dentate;
০৮. ওল্ডহ্যামের পাতা কাইট্টা, Oldham’s Leaf Turtle, Cyclemys oldhami;
০৯. দাগি কালো দীঘি কাইট্টা, Spotted Pond Turtle, Geoclemys hamiltonii;
১০. নদীর কালি কাইট্টা, Brahminy River Turtle, Hardella thurjii;
১১. তিন-আইল শীলা কাইট্টা, Tricarinate Hill Turtle, Melanochelys tricarinata;
১২. শামুকভুক কালী কাইট্টা, Snail-eating Turtle, Melanochelys trijuga;
১৩. বাংলা হলদে কাইট্টা, Bengal Yellow Turtle, Morenia petersi;
১৪. বড় কড়ি কাইট্টা, Brown River Turtle, Pangshura smithii;
১৫. সিলেটি কড়ি কাইট্টা, Sylhet Roofed Turtle, Pangshura sylhetensis;
১৬. দেশি কড়ি কাইট্টা, Indian Roofed Turtle, Pangshura tecta;
১৭. মাঝারি তাঁবু কাইট্টা, Tent Turtle, Pangshura tentoria,

পরিবারঃ গ. তরুণাস্থি কাছিম (Trionychidae),
১৮. পাহাড়ি তরুণাস্থি কাছিম, Asiatic Softshell Turtle, Amyda cartilaginea
১৯. গঙ্গা তরুণাস্থি কাছিম, Ganges Softshell Turtle, Aspideretes gangeticus;
২০. ধুম তরুণাস্থি কাছিম, Peacock Softshell Turtle, Aspideretes hurum;
২১. বোস্তামি তরুণাস্থি কাছিম, Bostami Turtle, Aspideretes nigricans;
২২. ছোটমাথা এশিয় চিত্রা তরুণাস্থি কাছিম, Narrow-headed Softshell Turtle, Chitra indica;
২৩. সিন্ধু তরুণাস্থি কাছিম, Spotted Flapshell Turtle, Lissemys punstata;
২৪. এশিয় জাতা তরুণাস্থি কাছিম, Asian Giant Softshell Turtle, Pelochelys cantorii;

পরিবারঃ ঘ. সামুদ্রিক কাছিম (Cheloniidae),
২৫. মুগুরমাথা সামুদ্রিক কাছিম, Loggerhead Turtle, Caretta caretta;
২৬. সবুজ সামুদ্রিক কাছিম, Green Turtle, Chelonia mydas;
২৭. বাজঠোঁটি সামুদ্রিক কাছিম, Hawksbill Sea Turtle, Eretmochelys imbricate;
২৮. জলপাইরঙ সামুদ্রিক কাছিম, Olive Ridley Turtle, Lepidochelys olivacea;

পরিবারঃ ঙ. বড় সামুদ্রিক কাছিম (Dermochelyidae)
২৯. বড় সামুদ্রিক চামট কাছিম, Leatherback Sea Turtle, Dermochelys coriacea.

বাংলাদেশের গিরগিটি, টিকটিকি, তক্ষক, অঞ্জন, আচিল ও গুইয়ের তালিকা।

পরিবারঃ গিরগিটি, উড়ন্ত টিকটিকি (Agamidae)
গণঃ Brachysaura Blyth, 1856
০১. হার্ডউইকের গিরগিটি, Lesser Agama, Brachysaura minor,

গণঃ Calotes Couvier,1817 (Rafinesque, 1815?)
০২. বন যুথিয়াল গিরগিটি, Forest Crested Lizard, Calotes emma,
০৩. সবুজ গিরগিটি, Green Garden Lizard, Calotes jerdoni,
০৪. দেশি বাগান গিরগিটি, Garden Lizard, Calotes versicolor,

গণঃ উড়ন্ত টিকটিকি Draco Linnaeus, 1758
০৫. ব্লান্ডফোর্ডের উড়ন্ত টিকটিকি, Blandford’s Flying Lizard, Draco blandfordii,
০৬. চিতি উড়ন্ত টিকটিকি, Spotted Flying Lizard, Draco maculatus,

গণঃ Ptyctolaemus Peters, 1864
০৭. নীল-গলা গিরগিটি, Blue-throated Lizard, Ptyctolaemus gularis,

পরিবারঃ তক্ষক-টিকটিকি (Gekkonidae)
গণঃ Crytodactylus Gray, 1870
০৮. খাসিয়া তক্ষক, Khasi Hills Bent-toed Gecko, Crytodactylus khasiensis,

গণঃ Eublepharis Gray, 1827
০৯. চিতা তক্ষক, Chittagong Leopard Gecko, Eublepharis hardwickii,

গণঃ Gekko Laurenti, 1768
১০. দেশি ঘর তক্ষক, South Asian Giant house Gecko, Gekko gekko,

গণঃ Hamidactylus Oken, 1817
১১. পুবদেশি ঘর টিকটিকি, Oriental Leaf-toed Lizard, Hamidactylus bowringii,
১২. চিতি ঘর টিকটিকি, Spotted House Lizard, Hamidactylus brookii,
১৩. বাংলা বড় ঘর টিকটিকি, Bengal House Lizard, Hamidactylus flaviviridis,
১৪. চিতি পাম টিকটিকি, Spotted House Palm Lizard, Hamidactylus frenatus,
১৫. গার্নটের দোলা টিকটিকি, Garnot’s Gecko, Hamidactylus garnotti,
১৬. চওড়া-লেজি টিকটিকি, Flat-tailed Gecko, Hamidactylus platyurus,

পরিবারঃ Lacertidae
গণঃ Takydromus Daudin, 1802
১৭. লম্বা-লেজি গিরগিটি, Long-tailed Lizard, Takydromus khasiensis,

পরিবারঃ অঞ্জন, আচিল Scincidae
গণঃ Eutropis Fitzinger, 1843
১৮. বাগান অঞ্জন, Common Skink, Eutropis carinatus,
১৯. ব্রোঞ্জ ঘাস অঞ্জন, Bronze Grass Skink, Eutropis macularius,

গণঃ Lygosoma Hardwicke and Gray, 1827
২০. সাদা চিতি অঞ্জন, White-spotted Supple Skink, Lygosoma albopunctata,
২১. বাউরিঙ্গা অঞ্জন, Bowring’s Supple Skink, Lygosoma bowringii,
২২. চটপটানি অঞ্জন, Striped Writhing Skink, Lygosoma lineolata,
২৩. চিতি অঞ্জন, Spotted Supple Skink, Lygosoma punctata,

গণঃ Mabuya Fitzinger, 1826
২৪. দাগী আচিল, Striped Skink, Mabuya dissimilis,

গণঃ Scincella Mittleman, 1950
২৫. হলদে-পেট আচিল, Reeves’s Ground Skink, Scincella reevesii,

গণঃ Sphenomorphus Fitzinger, 1843
২৬. হিমালয়ী বন আচিল, Himalayan Litter Skink , Sphenomorphus indicus,
২৭. চিতি বন আচিল, Spotted Litter Skink , Sphenomorphus maculatus,

গণঃ Tropidophorus Dumeril and Bibron, 1839
২৮. জলার আচিল, Water Skink, Tropidophorus assamensis,

পরিবারঃ Anguidae Gray, 1825
গণঃ Ophisaurus Daudin, 1803
২৯. ঝিলিক আচিল, Burmese Glass Lizard, Ophisaurus gracilis,

পরিবারঃ গুই Varanidae, Gray, 1827
গণঃ Varanus Merrem, 1820
৩০. বাংলা গুই, Bengal Monitor, Varanus bengalensis,
৩১. সোনা গুই, Yellow Monitor, Varanus flavescens,
৩২. রাম গুই, Two-banded Water Monitor, Varanus salvator.

বাংলাদেশের কুমির ও ঘড়িয়ালের তালিকা

বাংলাদেশে কুমির (Crocodylidae) পরিবারে রয়েছে দুটি প্রজাতি,
১. মিঠাপানির কুমির, Freshwater Crocodile, Crocodylus palustris ও
২. লোনা পানির কুমির Saltwater Crocodile, Crocodylus porosus.

কুমির বর্গ ও তাদের পরিবারঃ
কুমির
(Crocodylia) বর্গে ৪টি পরিবারে পৃথিবীতে রয়েছে ২৩টি প্রজাতি। উক্ত পরিবার চারটি হচ্ছে:
১. কুমির (Crocodylidae),
২. ঘড়িয়াল, (Gavialis)
৩. কাইমেন এবং (Caiman)
৪. এলিগেটর (Alligator).

ঘড়িয়াল বর্গ ও তার পরিবারঃ
ঘড়িয়াল Gharial or Gavial, Gavialis gangeticus।