আজুলি

অলঙ্কার (চাকমা)
 

চাকমা সমাজে মেয়েরা নানা রকমের অলঙ্কার পরিধান করে থাকে। সাধারণত কিশোরী বয়স থেকে চাকমা মেয়েরা হাল্কা ধরনের অলঙ্কার পড়া শুরু করে। এই বয়সে মেয়েরা সাধারণত নাকফুল, হানবাজা (কানের দুল জাতীয় অলঙ্কার) পরিধান করে। তরুণী ও যুবতীরা নাক ও কানের অলঙ্কার ছাড়াও গলায় আলসরা, হাতের জন্য তাজ্জুর, পায়ের গোড়ালিতে ঠেংগত্ হারু পরা হয়। এছাড়াই বিবাহ, সামাজিক অনুষ্ঠানাদিতে হাতে, পায়ে, গলায়, নাকে, কানে , চুলে চাকমা মেয়েরা নানা রকম অলঙ্কার পরিধান করে থাকে। এই অলঙ্কারগুলোর অধিকাংশই রুপার তৈরি।

 

নিচে চাকমা নারী সমাজে প্রচলিত অলঙ্কারগুলোর তালিকা দেওয়া হলো

 

পায়ের অলঙ্কার কানের অলঙ্কার হাতের অলঙ্কার
ঠেংগত্ হারু
সেজা হারু
ফুল হারু
জল তরঙ্গ
রাজ্জুর
জুম্মলি
হজফুল
আন্দিক
তাজ্জুর
হুজি বাঙোরি
বাগু
বালা হারু
     
গলার অলঙ্কার নাকের অলঙ্কার চুলের অলঙ্কার
টেঙা ছড়া
আলছড়া
আজুলি
নাকফুল
নজত্র
 
চুল চারুক

 

 

সূত্র :

http://hillbd.com/alongkar/