|
টাকা
বাংলাদেশের মুদ্রার নাম। প্রতিটি টাকা ১০০ পয়সায় বিভাজিত। ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, বাংলাদেশের মুদ্রার সরকারি নাম হিসেবে টাকা গৃহীত হয়। এর প্রতীক ৳।
বর্তমানে বাংলাদেশের
বাংলাদেশে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০,
৫০০ এবং ১০০০ টাকা মুল্যমানের টাকার কাগুজে নোট প্রচলিত আছে। অবশ্য বাজারে ১ টাকার
কাগুজে মুদ্রা দেখাই যায় না। ধাতব মুদ্রা হিসেবে রয়েছে ১ পয়সা, ২ পয়সা, ৫ পয়সা,
১০ পয়সা, ২৫ পয়সা, ৫০ পয়সা, ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকা। বাজারে ধাতব মুদ্রা বেশি
প্রচলিত নেই। ১ পয়সা, ২ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা বর্তমানে বিরল মুদ্রা
হিসেবেই বিবেচিত হয়ে থাকে।
নিচে কালানুক্রমিকভাবে বাংলাদেশের কাগুজে মুদ্রার চিত্র দেওয়া হলো।
১৯৭২ খ্রিষ্টাব্দ, ২রা জুন: ১০
টাকার কাগুজে মুদ্রা [চিত্র]
১৯৭২ খ্রিষ্টাব্দ, ১লা সেপ্টেম্বর: ১০০ টাকার কাগুজে মুদ্রা [চিত্র]
১৯৭৩ খ্রিষ্টাব্দ, ২রা মার্চ: ১ টাকার কাগুজে মুদ্রা [চিত্র]
১৯৭৩ খ্রিষ্টাব্দ, ১লা সেপ্টেম্বর: ৫ টাকার কাগুজে মুদ্রা [চিত্র]
১৯৭৩ খ্রিষ্টাব্দ, ১৫ই অক্টোবর: ১০ টাকার কাগুজে মুদ্রা [চিত্র]
১৯৭৩ খ্রিষ্টাব্দ, ১৮ই ডিসেম্বর: ১ টাকার কাগুজে মুদ্রার দ্বিতীয় সংস্করণ [চিত্র]
১৯৭৬ খ্রিষ্টাব্দ, ১লা মার্চ: ৫০ টাকার কাগুজে মুদ্রা অবমুক্ত হয়। [চিত্র]
১৯৭৬ খ্রিষ্টাব্দ, ১লা মার্চ: ১০০ টাকার কাগুজে মুদ্রার দ্বিতীয় সংস্করণ [চিত্র]
১৯৭৬ খ্রিষ্টাব্দ, ১১ই অক্টোবর: ৫ টাকার কাগুজে মুদ্রার দ্বিতীয় সংস্করণ [চিত্র]
১৯৭৬ খ্রিষ্টাব্দ, ১১ই অক্টোবর: ১০ টাকার কাগুজে মুদ্রার দ্বিতীয় সংস্করণ অবমুক্ত
হয় [চিত্র]
১৯৭৬ খ্রিষ্টাব্দ, ১৫ই ডিসেম্বর: ৫০০ টাকার কাগুজে মুদ্রার অবমুক্ত হয় [চিত্র]
১৯৭৭ খ্রিষ্টাব্দ, ১২ই ডিসেম্বর: ১০০ টাকার কাগুজে মুদ্রার তৃতীয় সংস্করণ [চিত্র]
১৯৭৮ খ্রিষ্টাব্দ, ২রা মে: ৫ টাকার কাগুজে মুদ্রার তৃতীয় সংস্করণ [চিত্র]
১৯৭৮ খ্রিষ্টাব্দ, ৩রা অক্টোবর: ১০ টাকার কাগুজে মুদ্রা তৃতীয় সংস্করণ অবমুক্ত হয়[চিত্র]
১৯৭৯ খ্রিষ্টাব্দ, ৪ঠা জুন: ৫০ টাকার কাগুজে মুদ্রার দ্বিতীয় সংস্করণ অবমুক্ত হয়। [চিত্র]
১৯৭৯ খ্রিষ্টাব্দের ২রা আগষ্ট এই মুদ্রা
অবমুক্ত হয়। [চিত্র]
১৯৭৯ খ্রিষ্টাব্দ ৩রা আগষ্ট: ১ টাকার কাগুজে মুদ্রার তৃতীয় সংস্করণ। [চিত্র]
১৯৮২ খ্রিষ্টাব্দ, ৩রা সেপ্টেম্বর: ১০ টাকার কাগুজে মুদ্রার চতুর্থ সংস্করণ অবমুক্ত
হয় [চিত্র]
১৯৮৭ খ্রিষ্টাব্দ, ২৪শে আগস্ট: ৫০ টাকার কাগুজে মুদ্রার তৃতীয় সংস্করণ অবমুক্ত হয়।
[চিত্র]
১৯৮৮ খ্রিষ্টাব্দ, ২৯শে ডিসেম্বর: ২ টাকার কাগুজে মুদ্রা অবমুক্ত করা হয়। [চিত্র]
১৯৯৭ খ্রিষ্টাব্দ, ১১ই ডিসেম্বর: ১০ টাকার কাগুজে মুদ্রার পঞ্চম সংস্করণ অবমুক্ত হয়
[চিত্র]
১৯৯৮ খ্রিষ্টাব্দ, ২রা আগস্ট: ৫০০ টাকার কাগুজে মুদ্রার দ্বিতীয় সংস্করণ অবমুক্ত হয়
[চিত্র]
১৯৯৯ খ্রিষ্টাব্দ, ২২শে আগস্ট: ৫০ টাকার কাগুজে মুদ্রার চতুর্থ সংস্করণ অবমুক্ত হয়।
[চিত্র]
২০০০ খ্রিষ্টাব্দ, ১০ই আগস্ট: ৫০০ টাকার কাগুজে মুদ্রার তৃতীয় সংস্করণ অবমুক্ত হয় [চিত্র]
২০০০ খ্রিষ্টাব্দ, ১৪ই আগষ্ট: ১০ টাকার কাগুজে মুদ্রার ষষ্ঠ সংস্করণ অবমুক্ত হয় [চিত্র]
২০০১ খ্রিষ্টাব্দ, ১৫ই মার্চ: ১০০ টাকার কাগুজে মুদ্রার চতুর্থ সংস্করণ [চিত্র]
২০০২ খ্রিষ্টাব্দ, ৭ই জানুয়ারি: ১০ টাকার কাগুজে মুদ্রার সপ্তম সংস্করণ অবমুক্ত হয়
[চিত্র]
২০০২ খ্রিষ্টাব্দ, ৫ই জুন: ১০০ টাকার কাগুজে মুদ্রার পঞ্চম সংস্করণ [চিত্র]
২০০২ খ্রিষ্টাব্দ, ১৭ই জুন: ৫০০ টাকার কাগুজে মুদ্রার চতুর্থ সংস্করণ অবমুক্ত হয় [চিত্র]
২০০৩ খ্রিষ্টাব্দ, ১২ই মে: ৫০ টাকার কাগুজে মুদ্রার পঞ্চম সংস্করণ অবমুক্ত হয়। [চিত্র]
২০০৪ খ্রিষ্টাব্দ, ২৪শে অক্টোবর: ৫০০ টাকার কাগুজে মুদ্রার মঞ্চম সংস্করণ অবমুক্ত
হয় [চিত্র]
২০০৫ খ্রিষ্টাব্দ, ২৮শে জুলাই: ১০০ টাকার কাগুজে মুদ্রার ষষ্ঠ সংস্করণ [চিত্র]
২০০৫ খ্রিষ্টাব্দ, ৩০শে জুলাই: ৫০ টাকার কাগুজে মুদ্রার পঞ্চম সংস্করণ অবমুক্ত হয়।
[চিত্র]
২০০৬ খ্রিষ্টাব্দ, ১১ই সেপ্টেম্বর: ১০ টাকার কাগুজে মুদ্রার অষ্টম সংস্করণ অবমুক্ত
হয় [চিত্র]
২০০৬ খ্রিষ্টাব্দ ৮ই অক্টোবর: ৫ টাকার কাগুজে মুদ্রার চতুর্থ সংস্করণ [চিত্র]