বাংলাদেশের শস্য
বাংলাদেশ ভূমি নদী বিধৌত
পলিমাটি দ্বারা সমৃদ্ধ। এই কারণে সকল ধরনের শস্যই খুব ভালো জন্মে। শস্যের প্রকৃতি
অনুসারে একে দুটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ দুটি হলো–
খাদ্যশস্য : বাংলাদেশের খাদ্য শস্যগুলি হলো–
ধান : এদেশের প্রধান খাদ্য শস্য ধান। মোট তিন জাতের ধান উৎপন্ন হয়। প্রকার
তিনটি হলো– আউশ, আমন ও বোরো। এছাড়া আরো এক প্রকার ধান ব্যাপকভাবে জন্মে,
এর নাম হলো ইরি।
তৈলবীজ : তেল উৎপাদনকারী শস্যগুলি হলো– রাই, সরিষা, তিল, তিসি ও
বাদম। বর্তমানে স্বল্প পরিমাণে সয়াবিন উৎপন্নও হয়ে থাকে।
ডাল : বাংলাদেশে বিভিন্ন প্রকারের ডাল উৎপন্ন হয়ে থাকে। এই ডালগুলি
হলো-ছোলা, মসুর, মুগ, মটর, খেসারি, মাসকলাই, অড়হড় ইত্যাদি।
গম : বাংলাদেশে খুব সামান্য পরিমাণে গম উৎপন্ন হয়ে থাকে।
অন্যান্য ফসল : খাদ্যশস্যের মধ্যে উল্লেখযোগ্য ফসলগুলি হলো– ভুট্টা,
জোয়ার, বাজরা, যব, কাউন ইত্যাদি।
অর্থকরী ফসল : বাংলাদেশে বেশ কিছু অর্থকরী ফসল উত্পন্ন হয়ে থাকে। যেমন–
পাট, চা, আখ, তামাক ইত্যাদি।