১. বীরের অঙ্গনা
(স্ত্রী)/ষষ্ঠী তৎপুরুষ সমাস। [বীর
+ অঙ্গনা।]
কোন বীর যোদ্ধার স্ত্রী।
২. বীর যে অঙ্গনা [নারী]। সমার্থক
শব্দাবলী—
বীরযোদ্ধা, বীরনারী, বীর্যবতীনারী বা সাহসীনারী।
৩. বাংলাদেশের
স্বাধীনতা যুদ্ধের সময় (১৯৭১ খ্রিষ্টাব্দে
২৬ তারিখ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত) পাকিস্তানি সেনাবহিনী
এবং তাদের স্থানীয় দোসরদের
(তৎকালীন জামায়েত ইসলামী, মুসলিম লীগ ইত্যাদি স্বদেশের সাথে
বিশ্বাসঘাতক সদস্যরা) দ্বারা যে সকল নারী যৌন-নির্যাতনের শিকার হয়েছিলেন, তাঁদেরকে
বীরাঙ্গনা বলা হয়। স্বাধীনতা যুদ্ধের পরে, তৎকালীন রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁদের
'বীরাঙ্গনা' উপাধি দিয়েছিলেন।