সাংগ্রাই
মারমা জাতির নববর্ষ উৎযাপনের অনুষ্ঠান। মার্মারা চারদিন
ব্যাপী এই অনুষ্ঠান করে থাকে। এই চারদিনের ভিতরে থাকে পুরানি বৎসরের শেষ তিনদিন এবং
নতুন বৎসরের প্রথম দিন। এই দিন মারমা মেয়েরা বৌদ্ধ মন্দিরগুলো পরিষ্কার করে এবং
ধুয়ে মুছে পবিত্র করে। শুধু তাই নয়, এর নিজেদের ঘরবাড়ি এবং পোশাক পরিষ্কার করে
থাকে। মূল উৎসব হয় ৪দিন ব্যাপী।
পাইং
ছোয়াই
(প্রথম দিন) : পাইং ছোয়াইং নামের অর্থ হলো ফুল তোলা। এদিন মারমার বৌদ্ধ
মন্দিরে গিয়ে প্রার্থনা করে। মূর্তিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য
আনুষ্ঠানিকভাবে নদীর ঘাটে যায়। এই অনুষ্ঠানে সকল শ্রেণির মার্মা অংশ গ্রহণ করে।
এরা প্রথমে বৌদ্ধ মূর্তিগুলোকে মিছিল করে নদীর ঘাটে নিয়ে যায় এবং একটি ভেলার
উপর মূর্তিগুলো সাজিয়ে রাখে। এই ভেলার উপরে এরা মূর্তিগুলোকে দুধ ও পানি দিয়ে
মূর্তিগুলোকে স্নান করায়। এরপর মূর্তিগুলো পরিষ্কার করে পুনরায় তা বাসায় বা
মন্দিরে নিয়ে যায়। এই অনুষ্ঠানের সময় এর পরিষ্কার পরিচ্ছন্ন তথা পবিত্র পোশাক
পরে।
২. সাংগ্রাই
আক্রাইনিহ : এই দিন এরা পাড়ায় পানি নিয়ে উৎসব করে। এই উৎসবে এরা পানি
ছিটিয়ে পরস্পরকে তাড়িত করে এবং পানি ছিটিয়ে পুরাতন বৎসরের গ্লানি ধুয়ে দেয়।
আগের দিনে এরা সাদা পানি ব্যবহার করতো। বর্তমানে উল্লাস প্রকাশের অংশ হিসেবে
রঙিন পানি ব্যবহার করে।
৩. সাংগ্রাই
আতানিহ্ : এই দিনের উৎসবটি মূলত দ্বিতীয় দিনের উৎসবের বর্ধিত অংশ। অর্থাৎ
আগের দিনের উৎসবই নতুন ভাবে এই দিনে করে।
৪. লাছাইংতারা (কচুংলাহ্চাইংতারা): এই দিন নানা ধরনের উৎসবের ভিতর দিয়ে এরা নতুন বৎসরকে বরণ করে নেয়। এই দিন মার্মার বৌদ্ধ মন্দিরে গিয়ে প্রার্থনা করে। এছাড়া এরা পাড়া প্রতিবেশীদেরকে স্নান করায়। মূলত পরস্পরের স্নান করানোর মধ্য দিয়ে এরা দেহ পবিত্র করে নতুন বৎসরে প্রবেশের পথ উন্মুক্ত করে।
তথ্য নির্দেশক : প্রিয়াঙ্কা চাকমা
বহির্সূত্র :
http://en.wikipedia.org/wiki/Khagrachari_District