ক্লুবংপ্লাই
 

ম্রো এবং খুমি ক্ষুদ্রনৃগোষ্ঠীদ্বয়ের নববর্ষ উৎযাপনের নাম। চৈত্র সংক্রান্তি এবং বৈশাখ মাসের প্রথম দিন এই উৎসব করা হয়।

 

চৈত্র সংক্রান্তিতে ম্রোরা ফুল পুজা করে। একই সাথে এরা নানা ধরনের ফুল দিয়ে ঘরবাড়ি সাজায়। একই সাথে ফুল দিয়ে তারা নিজেরা সাজে।

 

মূল উৎসব শুরু হয় ১লা বৈশাখে। এরা দিনের শুরুতে বয়স্কদের স্নান করায়। এরপর এরা হাঙরের শুটকি দিয়ে পাচন রান্না করে। এদিন তারা কোনো প্রাণী শিকার করে না। এই উৎসবে ম্রোরা প্রায় সারাদিন রাত নৃত্যগীতে মেতে থাকে। তরুণীরা দাঁতে এক ধরনের রঙ লাগায় এবং বুনো ফুল দিয়ে খোঁপা সাজায়। এই সময় তরুণরা প্লুং নামক এক ধরনের বাঁশি এবং ঢোলক বাজায়। বাঁশির সুরের সাথে এবং ঢোলকের তালে তালে মেয়েরা নৃত্যগীত পরিবেশন করে।

 


তথ্য নির্দেশক : প্রিয়াঙ্কা চাকমা (নিজস্ব প্রতিবেদক)