অকূলে-সুমতি পূজা
বাংলা লোকসংস্কৃতির একটি অনুষ্ঠান নির্ভর পূজা। এই পূজা হিন্দু সম্প্রদায়ের ভিতর প্রচলিত। এই পূজা করা হয় বিবাহের পর নবদম্পদিতে কেন্দ্র করে। নববধূ স্বামীর ঘরে আসার কিছুদিন পর, এই অনুষ্ঠান করা হয়।

সাধারণত কোনো নদী বা কোনো বড় জলাশয়ের পাড়ে নৈবেদ্য সাজিয়ে, দুপুর বেলায় এই পূজা করা হয়। এই পূজায় প্রতিবেশী, নিকট আত্মীয়, নববধূর বাপের বাড়ির লোকদেরকে আমন্ত্রণ করা হয়। এই পূজায় মূখ্য ভূমিকা রাখে মেয়েরা। পারিবারিক বিপদ-আপদ, রোগ-শোক থেকে রক্ষা পাওয়ার জন্য এবং পরিবারের সার্বিক মঙ্গল কামনায় এই পূজার আয়োজন করা হয়। একই সাথে নবদম্পতির সুখি দাম্পত্য সম্পর্ক অটুট থাকা, সুস্থ-সবল নবজাতক কামনাও এই পূজার মাধ্যমে করা হয়।

 

এই পূজা পুরোটুকই বাংলার নিজস্ব রীতি। এই পূজা হিন্দু পৌরাণিক কাহিনি বা বিধি নির্ভর নয়। একজন পুরোহিত এই পূজা পরিচালনা করেন বটে, কিন্তু দুর্গা পূজা বা কালী পূজার মতো শাস্ত্রীয় বিধি দ্বারা সম্পন্ন হয় না। এই পূজার সাথে মেয়েরা নানা ধরনের লোকজ উপাদান ব্যবহার করে থাকে। এর সাথে মেয়ের প্রথাগত গীত পরিবেশন করে থাকে। এক সময় পশ্চিম বাংলা এবং তৎসংলগ্ন বাঙালি পরিবারে এই পূজা হতো। বর্তমানে এর প্রচলন কমে গেছে।


সূত্র :