ভাস্কর্যটি উচ্চতা প্রায় ২৩ ফুট। বলিষ্ঠ ও তেজোদীপ্ত চার মুক্তিযোদ্ধার প্রতিকৃতি আছে এ ভাস্কর্যটিতে। এটি মূলত নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের বাঙালির মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মূর্ত প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। মূল ভাস্কর্যটি রয়েছে একটি বেদীর উপর। বেদীর চারদিকের পোড়ামাটির প্রাচীর চিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ ফুটিয়ে তোলা হয়েছে। এতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, জাতীয় চার নেতার প্রতিকৃতি, বধ্যভূমির বর্বরতা ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের চিত্র।