অমর একুশে

বাংলাদেশের সাভারে অবস্থিত জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে স্থাপিত ভাষা-আন্দোলনের স্মারক ভাস্কর্য। ভাস্কর্যটির শিল্পী শিল্পী জাহানারা পারভীন। ভাস্কর্যটিতে ৫২'র ভাষা আন্দোলনে মায়ের কোলে সন্তানের গুলিবিদ্ধ লাশ এবং চলমান আন্দোলনের শ্লোগান- উপস্থাপন করা হয়েছে এই ভাস্কর্যটিতে।

এর স্তম্ভসহ কাঠামোটির মোট উচ্চতা ৩৪ ফুট। এটি নির্মাণ করা হয়েছে চুনাপাথর, সিমেন্ট, ব্ল্যাক আইড, বালি, মডেলিং ক্লে প্রভৃতি দিয়ে। ১৯৯১ খ্রিষ্টাব্দের ২০ই ফেব্রুয়ারি তৎকালীন উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ উদ্বোধন করেন ভাস্কর্যটি। ভাস্কর্যটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্থায়নে নির্মিত হয়েছিল।