বটতলী স্মৃতিস্তম্ভ
বাংলাদেশের কুমিল্লা জেলারা বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বটতলিতে স্থাপিত স্মৃতিসৌধ।

১৯৭১ খ্রিষ্টাব্দের ২রা সেপ্টেম্বর পাকবাহিনী উপজেলার মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আক্রমণ করে এবং গ্রামের ৬ জন নিরীহ লোককে হত্যা করে। এই সময় এরা কিছু ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে। এদের সাথে থাকা রাজাকাররা লুটপাট করে।

১৯৭১ খ্রিষ্টাব্দের ১০ই সেপেটম্বর, পাকসেনারা বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের পয়ালগাছার বটতলীতে এক সম্মুখ যুদ্ধে সংঘটিত হয়। এই যুদ্ধে শেষ পর্যন্ত পাকসেনারা পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পাকসেনাদের কতজন নিহত হয়েছিল, তা জানা যায় নি। এই যুদ্ধে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (১), কাজী আরিফ হোসেন, মোঃ মমতাজ উদ্দিন, সিরাজুল ইসলাম (২), জয়নাল আবেদিনসহ মোট পাঁচজন শহিদ হন। এই পাঁচজন মুক্তিযোদ্ধাকে নারায়ণপুরের সমাধিস্থ করা হয়। এ জায়গাটি বর্তমানে ইতিহাস প্রসিদ্ধ স্থানে পরিণত হয়েছে। স্বাধীনতার পরে এখানে একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়।