চেতনা ৭১
বাংলাদেশের সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত
স্মৃতিস্তম্ভ। ভাস্কর্যের নকশা প্রণয়ন এবং নির্মাণ সম্পন্ন করেন ঢাকার
নারায়নগঞ্জে স্থাপিত ‘নৃ-স্কুল অব স্কালপচার’ এর প্রতিষ্ঠাতা এবং শিল্পী মোবারক
হোসেন নৃপাল। ভাস্কর্যটিতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা উচ্চে তুলে ধরার
ভঙ্গিমায় একজন ছাত্র এবং সংবিধানের প্রতীকী বই হাতে একজন ছাত্রী রয়েছে।
২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০০৯ খ্রিষ্টাব্দের ২৬শে মার্চ মিনি অডিটোরিয়ামের
পশ্চিম পাশে চেতনা ’৭১ নামে একটি অস্থায়ী ভাস্কর্য নির্মাণ করেছিলেন। পরে এই অস্থায়ী
ভাস্কর্যটি স্থায়ী ভাস্কর্যে হিসেবে পুনঃস্থাপনের লক্ষ্যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠন করা হয়
'ভাস্কর্য পুনঃস্থাপন কমিটি'।
এদের প্রচেষ্টায় স্থায়ী ভাস্কর্য নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। ২০১১ খ্রিষ্টাব্দের
৩০শে জুলাই ভাস্কর্যের উদ্বোধন করেছিলেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক সালেহ উদ্দিন।
এই ভাস্কর্যটি নির্মাণের সময়, সৌন্দর্য্ বৃদ্ধির জন্য এর আশপাশের দৃশ্যমান পরিবেশের
দিকে বিশেষ নজর দেওয়া হয়। বিশেষ করে একাডেমিক ভবনগুলোর লাল ইটের সাথে মিল রেখে ভিত্তি বেদির ৩টি ধাপ বানানো হয়েছে লাল ও কালো সিরামিক ইট দিয়ে। এর মধ্যে নিচের ধাপের ব্যাস ১৫ ফুট, মাঝের ধাপ সাড়ে ১৩ ফুট এবং উপরের ধাপ ১২ ফুট। প্রত্যেকটি ধাপ ১০ ইঞ্চি করে উচু। বেদির ধাপ ৩টির উপরে মুল বেদিটি ৪ ফুট উচু, তার উপরে ৮ ফুট উঁচু মূল
ভাস্কর্য।