খারঘর গণকবর স্মৃতিসৌধ ৭১
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামের গণকবর ও শহিদ মুক্তিযোদ্ধা স্মরণে স্থাপিত স্মৃতিসৌধ। এর নকশা করেছেন- প্রকৌশলী আসাদুজ্জামান মনির।

১৯৭১ খ্রিষ্টাব্দে ১০ই অক্টোবর পাকিস্তানি সৈন্যরা খারঘর গ্রামে নির্বিচারে গণহত্যা চালায়। এর ফলে ঘটনাস্থলে শহিদ হন ৪৩ জন গ্রামবাসী। এছাড়া  নির্যাতনের শিকার হয়ে আহত হয়েছিলেন ১শ ২৭জন। নিহদের মধ্যে ২৩ জনকে খারঘর গ্রামেই গণকবর দেওয়া হয়। এই গণকবরের উপর এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে।

এখানে সাদা মার্বেল পাথরের উপরে লেখা আছে ৪৩ জন শহিদদের নাম। ফলকের উপরের লাল রঙের '৭১' স্থাপন করা হয়েছে। উল্লেখ্য স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও জেলা পুলিশের সম্মিলিত অর্থায়নে নির্মিত হয়েছে ‘খারঘর গণকবর স্মৃতিসৌধ '৭১’। ১৯১৮ খ্রিষ্টাব্দের মার্চ মাসে এই স্মৃতিসৌধের উদ্বোধন করে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।