প্রজন্ম শপথ
বাংলাদেশের নেত্রকোণা জেলায় স্থাপিত
স্মৃতিসৌধ।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে ৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা নেত্রকোণা শহর
মুক্ত করা জন্য আক্রমণ করেন এবং নেত্রকোণা শত্রুমুক্ত হয়। ওই যুদ্ধে শহিদ হন তিন মুক্তিযোদ্ধা।
এঁরা হলেন- শহিদ আবু সিদ্দিক আহম্মেদ (সাত্তার),
শহিদ আব্দুল জব্বার (আবু খাঁ), শহিদ আব্দুর রশিদ।
স্বাধীনতার পর নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানের শহিদ স্মৃতিসৌধ নির্মিত হলেও তিন মুক্তিযোদ্ধার
স্মরণে কোনো স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয় নি। ২০১৫ খ্রিষ্টাব্দের ২৬শে মার্চ
নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে যখন স্বাধীনতা দিবস উদ্যাপনের
প্রস্তুতিমূলক সভা হয়, তখন শহিদ তিন মুক্তিযোদ্ধার সহযোদ্ধা জনাব আব্দুর রহিম, একটি
শহিদ স্মৃতিসৌধ স্থাপনের জন্য আকুল আবেদন করেন। এরপর জেলা প্রশাসকের সক্রিয় উদ্যোগ ও জেলা মুক্তিযোদ্ধা
কমান্ড কাউন্সিলের সহযোগিতায় একটি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, তৎকালীন
জেলা প্রশাসক, ড. তরুণ কান্তি শিকদার-এর নিজস্ব পরিকল্পনায় ভাস্কর শিল্পী শ্যামল চৌধুরী
নকশায় এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে।
১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ খ্রিষ্টাব্দের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের সাথে
গুরুত্বপূর্ণ প্রতিটি ঘটনাবলীর সমন্বয় করে এই স্মৃতি সৌধটি তৈরি করা হয়েছে।
ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে পাথর, বালি ও সিমেন্টের তৈরি একটি বেদীর উপর। মূল
ভাস্কর্যটি স্টিলের ফ্রেমের উপর স্থাপন করা হয়েছে।
এই স্মৃতিসৌধের সামনের এর স্থাপত্য বিবরণ রয়েছে। বিবরণটি
নিম্নরূপ-