সংসপ্তক
বাংলাদেশের সাভারে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে  স্থাপিত স্মারক ভাস্কর্য। এ ভাস্কর্যটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধে শত্রুর আঘাতে এক হাত, এক পা হারিয়েও রাইফেল হাতে লড়ে যাচ্ছেন দেশমাতৃকার বীর সন্তান। যুদ্ধে নিশ্চিত পরাজয় জেনেও লড়ে যান যে অকুতোভয় বীর সেই সংশপ্তক।

১৯৯০ খ্রিষ্টাব্দের ২৬শে মার্চ এর নির্মাণ কাজ শেষ হয়েছিল। এর ভাস্করশিল্পী হামিদুজ্জামান খান। ১৫ ফুট উঁচু এই ভাস্কর্যটি ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে। আর বেদীটি তৈরি করা হয়েছে রেড সিরামিক ব্রিক দিয়ে।