তেলিয়াপাড়া স্মৃতিসৌধ
বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুর
উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে মুক্তিযুদ্ধের স্মরণে স্থাপিত স্মৃতিসৌধ। ঢাকা-সিলেট
মহাসড়ক মুক্তিযোদ্ধা চত্বর এলাকা ও তেলিয়াপাড়া রেলস্টেশন থেকে ২ কিলোমিটার
অভ্যন্তরে এ স্মৃতিসৌধটির অবস্থান।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ৩নং সেক্টর কমান্ডার মেজর কেএম শফিউল্লাহ্
তার হেড কোয়ার্টার তেলিয়াপাড়া চা বাগানে স্থাপন করেন। ধীরে ধীরে তেলিয়াপাড়া
চা-বাগানে থেকে মুক্তিবাহিনী একটি একটি বড় প্রশিক্ষণ শিবির গড়ে তোলা হয়। এই শিবির
থেকেই তারা আশপাশের অঞ্চলে অভিযান পরিকল্পনা ও পরিচালনা করা হতো। ১৯৭১ খ্রিষ্টাব্দে
২১ শে জুনের পরে পাকিস্তান সেনাবাহিনীর প্রচণ্ড আক্রমণ শুরু করলে,
তেলিয়াপাড়া চা বাগানে স্থাপিত সেক্টর হেডকোয়ার্টার তুলে নেয়া হয়।
স্বাধীনতার পরে এখানে মুক্তিযুদ্ধের স্মরণে স্মৃতিসৌধ তৈরির উদ্যোগ নেওয়া হয়। ১৯৭৫
খ্রিষ্টাব্দে এর নির্মাণ কাজ শেষ হয়। স্মৃতি সৌধের প্রবেশ পথের দুই পাশে কবি শামসুর
রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতার পঙক্তিমালা লেখা রয়েছে। বেদির পূর্ব পাশে লাগানো
ফলকে লেখা রয়েছে- ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মরণে স্মৃতিসৌধ’ উদ্বোধন করেন মেজর জেনারেল
এম শফিউল্লাহ বীরউত্তম সেনাপ্রধান ৩নং সেক্টর কমান্ডার সন ১৯৭৫। দক্ষিণ দিকে লাগানো
ফলকে লেখা রয়েছে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ১৯৭১-এ বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন,
মুক্তিবাহিনীর আনুষ্ঠানিক ১ম সদর দপ্তর, তেলিয়াপাড়া বাঁশবাড়ি, মাধবপুর। এছাড়া ফলকের
৩৩ জনের নামের তালিকায় রয়েছে রাজনৈতিক নেতা সাবেক সেনা ও সরকারি কর্মকর্তা এবং
মুক্তিযোদ্ধাদের নাম।