স্বাধীনতা
সৌধ
স্বাধীনতা যুদ্ধের সময় কুমিল্লা
ভিক্টোরিয়া কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের অনেকেই স্বাধীনতা যুদ্ধে অংশ
নিয়ে শহিদ হয়েছিলেন। সেইসব শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে কলেজের উচ্চ মাধ্যমিক শাখার
প্রশাসনিক ভবনের সামনে রানীর দীঘির গা ঘেঁষে প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ওল্ড
ভিক্টোরিয়ান্স নির্মাণ করেছে স্বাধীনতা সৌধ। এতে পাথরের একটি ফলকে কলেজের শহিদ ২৮জন
শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর নাম লিপিবদ্ধ রয়েছে।
১৯৯৫ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ এ স্বাধীনতা সৌধের ফলক উন্মোচন করেন শহীদ যতীন্দ্র
কুমার ভদ্রের পত্নী। বিনা পারিশ্রমিকে এটির ডিজাইন ও মডেল তৈরি করেন বুয়েটের
অধ্যাপক ড. নিজাম উদ্দিন আহমেদ।