বাংলাদেশ কল্যাণ পার্টি
সূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন
http://www.ecs.gov.bd/Bangla

নিবন্ধন নম্বর

০৩১

নিবন্ধন তারিখ

১৭/১১/২০০৮

প্রতীক

হাতঘড়ি

প্রতীক নমুনা

চেয়ারম্যান

মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীকী

ভারপ্রাপ্ত মহাসচিব

এম এম আমিনুর রহমান

কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা

বাড়ী নং - ৩২৫, লেইন নং-২২, নিউ ডি ও এইচ এস মহাখালী, ঢাকা- ১২০৬। জাতীয় /ঢাকা মহানগর কার্যালয়: ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা-১০০০।

ফোন

৮৮০২৮৭১৩৭৩৩

ফ্যাক্স

৮৮০২৮৮২৪০৬৬

মোবাইল

০১৮৪৫৯৮৪২০১

ইমেইল

kallyanparty07@gmail.com

ওয়েব ঠিকানা

www.bkp-bd.org

বাংলাদেশ কল্যাণ পার্টি
বাংলাদেশের একটি রাজনৈতিক দল। এই দলের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক।

মুহাম্মদ ইব্রাহিম বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১৫ই জুন।  এরপর তিনি ২০০৬ খ্রিষ্টাব্দের ৪ই ডিসেম্বর বাংলাদেশ কল্যাণ পার্টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠিত এই দলটি ১৮-দলীয় জোটে  যোগ দেয় ২০১২ খ্রিষ্টাব্দের ১৮ এপ্রিল।