লিবারেল ডেমোক্রেটিক পার্টি - এলডিপি
সূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন
http://www.ecs.gov.bd/Bangla

নিবন্ধন নম্বর

০০১

নিবন্ধন তারিখ

২০/১০/২০০৮

প্রতীক

ছাতা

প্রতীক নমুনা

প্রেসিডেন্ট

ডক্টর অলি আহমদ, বীর বিক্রম

মহাসচিব

ডক্টর রেদোয়ান আহমেদ

কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা

২৯/বি,মর্নিং পোস্ট টাওয়ার (৩য় তলা), পূর্ব পান্থপথ,থানা-তেজগাঁও সি/এ,ঢাকা-১২০৮

ফোন

৯৮৩৩৭৬৬

মোবাইল

০১৯৭৯-৪১১৩০৮

ইমেইল

ldp@gmail.com

ওয়েব ঠিকানা

www.ldp-bangladesh.org

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি
বাংলাদেশের একটি রাজনৈতিক দল। সংক্ষেপে এলডিপি।

২০০৬ খ্রিষ্টাব্দের ২৬শে অক্টোবর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এ.কিউ,এম, বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্ণেল অলি আহমেদ ও বিএনপির অন্য ২৪ জন মন্ত্রী, সংসদ সদস্য একত্রিত হয়ে এই দল প্রতিষ্ঠা করেন।

২০০৭ খ্রিষ্টাব্দে আদর্শগত কারণে এলডিপি থেকে, বদরুদ্দোজা চৌধুরী বিকল্প ধারা পৃথক হয়ে যায়। তবে রাজনৈতিক জোট ও নির্বাচনের জন্য ২০০৬ থেকে ২০০৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত এলডিপি মহাজোটের সাথে ছিল।

২০০৮ খ্রিষ্টাব্দের ২০ অক্টোবর দলটি  বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়। এই বছরের ২৯শে ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে এলডিপি মহাজোট থেকে বের হয়ে আসে এবং স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করে। এই নির্বাচনে এলডিপি ১৮টি আসনে প্রার্থী দিয়ে ১টি আসনে জয়লাভ করে।

২০১২ খ্রিষ্টাব্দে এলডিপি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় ঐক্যজোটে প্রবেশ করে।

২০১৪ খ্রিষ্টাব্দের দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে,  ১৮ দলীয় ঐক্যজোটের সাথে এলডিপিও নির্বাচনটি বর্জন করে।