বরাহী নদী
বাংলাদেশের উত্তরঙ্গের একটি বিলুপ্ত নদী।

এটি পদ্মার একটি শাখা নদী। রাজশাহী নগরীর ফুদকিপাড়া মহল্লায় পদ্মা থেকে। একসময় নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া তিনটি নদীর এটি অন্যতম হিসেবে প্রচলিত ছিল। এই নদী সম্পর্কে প্রথম তথ্যটি পাওয়া যায় উইলিয়াম উইলসন হান্টার রচিত স্ট্যাটিসটিক্যাল অ্যাকাউন্ট অব দি ডিস্ট্রিক্ট অব রাজশাহী গ্রন্থের ২৫ পৃষ্ঠায়। নদীটি পবা থানার মহানন্দখালি গ্রামে বারনই নদীতে গিয়ে পড়েছে। উৎস থেকে প্রথম পাঁচ কিলোমিটারে নদীর কোনো অস্তিত্ব নেই। ২০ কিলোমিটার দীর্ঘ এই নদীটির বাকি অংশটুকুও মৃত। এর মোহনায় অপর একটি বন্যানিয়ন্ত্রণ গেট নির্মাণ করে নদীর মৃত্যু ডেকে আনা হয়েছে।