বড়াল নদী
বাংলাদেশের উত্তর বঙ্গ একটি নদী পাওয়া যায়।

বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাট উপজেলা থেকে এই নদীর উৎপত্তি হয়েছে পদ্মানদী থেকে। এরপর নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা দিয়ে নদীটি পূর্ব দিকে অগ্রসর হয়েছে। বাগাতিপাড়া উপজেলার হাঁপানিয়া গ্রামের কাছে এই নদীটি দুই ভাগ হয়েছে। এর ভিতরে মূল স্রোতধারটি বড়াল নামে পূর্বদিকে প্রবাহিত হয়েছে। এর অপর শাখাটি মুসাখাঁ নামে উত্তর দিকে প্রবাহিত হয়েছে।

মূল বড়াল নদীটি নাটোর জেলার লালপুর,বড়াইগ্রাম,নাটোর সদর,গুরুদাসপুর অতিক্রম করে সিরাজগঞ্জ ও পাবনা জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে হুরসাগরে মিশেছে। পরে হুরসাগরের জলধারার সাথে যমুনা নদীতে পতিত হয়েছে। এ নদী থেকে মুশাখা, নন্দকুজা, চিকনাই, রূপনাই প্রভৃতি শাখা নদীর জন্ম হয়েছে। এর মোট দৈর্ঘ্য ১২০ কিলোমিটার।