ফুলকুমার
ব্রহ্মপুত্র
নদের একটি উপনদী।
ভারতের কুচবিহার জেলায় প্রবাহিত খুটামারী নামক নদীটি বাংলাদেশের ভূরুঙ্গামারী
উপজেলার পাথরডুবি ইউনিয়নে প্রবেশ করে ফুলকুমার নাম ধারণ করেছে। এরপর দক্ষিণে অগ্রসর
হয়ে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারের উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়ে পূর্বে
দুধকুমার নদে মিলিত হয়েছে। পরে এই নদীটি দুধকুমার নামেই ব্রহ্মপুত্র নদে মিলিত
হয়েছে।
এই নদীর অপর অংশের নাম গঙ্গাধর। এই নদীটি বল্লভেরখাস ইউনিয়নের পূর্ব অংশে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে।