মুসাখাঁ নদ
বাংলাদেশের উত্তরঙ্গের একটি নদীর নাম।

পদ্মার শাখা নদী বড়াল থেকে এই নদীটি উৎপন্ন হয়েছে। বড়াল নদীটি বাগাতিপাড়া উপজেলা দিয়ে নাটোর জেলায় প্রবেশ করেছে। পূর্ব দিকে অগ্রসর হয়ে এই নদীটি বাগাতিপাড়া উপজেলার হাঁপানিয়া গ্রামের কাছে এই দুই ভাগে বিভক্ত হয়েছে। এর ভিতরে মূল স্রোতধারটি বড়াল নামে পূর্বদিকে প্রবাহিত হয়েছে। এর অপর শাখাটি মুসাখাঁ নামে উত্তর দিকে প্রবাহিত হয়েছে।

মুসাখাঁ নদীটি পরে রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া, কানাইপাড়া, নাটোরের আগদিঘা ছাতনি হয়ে ত্রিমোহনী নামক স্থানে এসে গদাই নাম ধারণ করে আত্রাই নদীর সঙ্গে মিশে চলন বিলে পড়েছে। নদী গবেষকদের ধারণা মুসা খান প্রাকৃতিক কোনো প্রবাহ নয়। ষোড়শ শতাব্দীর শেষে কিংবা সপ্তদশ শতাব্দীর একেবারে শুরুতে ইশাখাঁর ছেলে মুসা খাঁ বড়াল থেকে নারদ নদের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের জন্য সামরিক প্রয়োজনে এটি খনন করেছিলেন। পরে ১৮৩৮ খ্রিষ্টাব্দের প্লাবনে এটি স্থায়ী নদীর রূপ লাভ করে।