নাফ
ইংরেজি
Naf
।
বাংলাদেশ-মায়ানমারের
মধ্যবর্তী সীমান্ত
নদী। মায়ানমারের আরাকান পর্বত থেকে তিনটি প্রধান তিনটি স্রোতধারা বাংলাদেশের
টেকনাফ উপজেলার হোয়াক্যাং-ইউনিয়নের-এর পূর্ব দিকে মায়ানমারের কিছু ভিতরে মিলিত
হয়েছে। এই মিলিত স্রোতধারা নাফ নদী নামে বাংলাদেশ ও মায়ানমারের সীমান্ত দিয়ে দক্ষিণ
দিকে সরলভাবে প্রবাহিত হয়ে
বঙ্গোপসাগর-এ
পতিত হয়েছে। এই মিলিত স্রোতধারার দৈর্ঘ্য
প্রায় ৫০ কিলোমিটার।
এই নদীটির প্রস্থ সকল স্থানে একই রকম নয়। প্রস্থ ১,৬১ কিলোমিটার থেকে ৩.২২ কিলোমিটার পর্যন্ত লক্ষ্য করা যায়। গভীরতার বিচারেও ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। ১২৮ ফুট থেকে ৪০০ ফুট পর্যন্ত এর গভীরতা পাওয়া যায়। সাগরের সাথে সরাসরি সরলভাবে সম্পৃক্ত থাকায়, এর জোয়ার-ভাটা সাগরের মতোই হয়। আরকান পাহাড় থেকে এই নদীতে মিষ্টি পানি এই নদীতে মিশলেও সাগরের পানির আধিক্যে পুরো নদীই লবণাক্ত হয়ে রয়েছে। এই কারণে মিষ্টি পানির মাছ এই নদীতে পাওয়া যায় না।
এই নদীতে মাত্র দুটি উল্লেখযোগ্য বন্দর রয়েছে। এর একটি হলো বাংলাদেশের টেকনাফ অপরটি মায়ানমারের আকিয়াব।
সূত্র :
http://en.wikipedia.org/wiki/Naf_River