নাগর নদ
বআংলাদেশের উত্তর বঙ্গ এই নামে দুটি নদী পাওয়া যায়।

১. নাগর নদীটি বগুড়া জেলার শিবগঞ্জের নিকট করতোয়া নদী থেকে বের হয়ে প্রথমে দক্ষিণ-পশ্চিমে প্রবাহিত হয়েছে। এরপর নাটোর জেলার সিংড়ায় আত্রাই নদীতে এসে পড়েছে। নাগরের একটি উপনদী উত্তর ভাগে উচুঁ ভূমি থেকে নেমে নাগরের সাথে মিলিত হয়েছে। বস্তুত এটাই নাগরের মূল উৎস। নদীটির দৈর্ঘ্য ১০৫ কিলোমিটার।

২.  বাংলাদেশের উত্তর-পশ্চিম সীমান্তে অবস্থিত। এটি পঞ্চগড় জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ঠাকুরগাঁও পর্যন্ত প্রবাহিত হয়ে রুহিয়ার কিছুটা পশ্চিম দিকে সীমান্ত ঘেঁষে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এরপর হরিপুরের কাছে ভারতের পশ্চিমবঙ্গে মহানন্দায় মিলিত হয়েছে। এই নাগরের গতিপথ অত্যন্ত সর্পিল। উজানে নদীগর্ভ নুড়ি পাথরে আচ্ছাদিত। ভাটির দিকে বালুকাময়। তিরনাই নাগর নদীর একটি উপনদী। এ নদীটির দৈর্ঘ্য ১২৫ কিলোমিটার।