স্বরমঙ্গলা নদী
বাংলাদেশের উত্তরঙ্গের একটি বিলুপ্ত নদী।
এটি পদ্মার একটি শাখা নদী। রাজশাহী শহরের তালাইমারী এলাকায় ছিল এই নদীর উৎসমুখ।
একসময় এই নদীটি খরস্রোতা ছিল। এই নদীটি রাজশাহী শহরের কাজলা-জামালপুর ও নামোভদ্রা
এলাকা দিয়ে প্রবাহিত হতো। জামালপুর মৌজার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসের উত্তর-পূর্ব অংশ এখনো নাওডোবা নামে পরিচিত। কথিত
আছে স্বরমঙ্গলা নদী পথে ধনপতি সওদাগর নামের একজন বিখ্যাত ব্যবসায়ী তার ছেলের
বরযাত্রী নিয়ে যাচ্ছিলেন। বর্তমান রুয়েট ক্যাম্পসের এই এলাকায় নৌকা ডুবিতে ধনপতির
সলিল সমাধি হয়েছিল। সেই থেকে এই জলাভূমিটি নাওডোবা নামে পরিচিতি লাভ করে।
রুয়েট ক্যাম্পাসের প্রবেশের ২০-২৫ গজ পূর্বেই স্বরমঙ্গলার একটি শাখা দয়া নাম লাভ করে উত্তরমুখে প্রবাহিত হয়েছে। মূল স্বরমঙ্গলা রাজশাহীর পবা এলাকার ললিতাহার, ভালুকপুকুর, রামচন্দ্রপুর হয়ে ফলিয়ার বিলে গিয়ে পতিত হয়। এখন নদী বলে এর আর কোনো পরিচয় নেই। দয়া নদীটি রাজশাহীর মেহেরচন্ডি, খড়খড়ি বাজার, বামন শিকড়, মল্লিকপুর, তেবাড়িয়া, সারাংপুর হয়ে ঘোলহারিয়া গ্রামে পুনরায় স্বরমঙ্গলার সঙ্গে মিলিত হয়ে সম্মিলিত প্রবাহ ফলিয়ার বিলে পতিত হয়। পরে এই উভয় নদীর মিলিত স্রোত ফলিয়ার বিল থেকে হোজা নামে প্রবাহিত হয়েছে