নৌকা
নদীমাতৃক বাংলাদেশে বহুল ব্যবহৃত ছোটো মাপের জলযান। বাংলাদেশের নৌকা ছিল যন্ত্রবিহীন। বাংলাদেশে স্বাধীনতা-উত্তরকালে যন্ত্রচালিত নৌকার প্রচলন হয়েছে।

বাংলাদেশের নদী ও খাল-বিলে চলাচলের জন্য একসময় কলাগাছ বা কাঠ দিয়ে ভেলা তৈরি করা হতো। বর্ষার সময় কলাগাছের ভেলা এখনও ব্যবহৃত হয়। কোনো কোনো অঞ্চলে মাটির কলসি (কমপক্ষে নয়টি) বাঁশ বা কাঠের কাঠামোর সাথে বেঁধে ভেলা তৈরি করা হতো। একে বলা হতো মাটির ভেলা। একসময় বাংলাদেশের নিম্ন মধ্যবৃত্তের মানুষ, বড় কাঠের গুঁড়ির মাঝখানটা খোদাই করে নৌকা তৈরি করতো। এর ভিতরে তালগাছের কাণ্ড কুঁদের তৈরি নৌকার নমুনা এখনও দেখা যায়। একে সাধারণত ডোঙা বলা হয়।

পরবর্তী সময়ে কাঠের তক্তা দিয়ে নৌকা বানানোর কৌশল আবিষ্কৃত হয়। বর্তমানে এই পদ্ধতি চালু আছে। এক্ষেত্রে গজাল, পেরেক ইত্যাদি দিয়ে কাঠগুলো জোড়া লাগিয়ে নৌকা তৈরি করা হয়। নৌকা খোলা হতে পারে আবার ছই যুক্ত হতে পারে। প্রয়োজনের বিবেচনায় নৌকা নানা ধরনের হয়ে থাকে। নিচে বিভিন্ন শ্রেণির নৌকার বিবরণ দেওয়া হলো।


সূত্র: অনুশীলনের পর্যবেক্ষণ
ছবি: ইন্টারনেট
দেখুন:  http://mynewspapercut.blogspot.com/2010/05/blog-post_09.html