চীনের আদি ইতিহাস
চীনের আদি মানব-গোষ্ঠী
চীনে মানবসভ্যতার পরিচয় দেওয়া হয় 'পিকিং
মানব-র
সূত্র ধরে।
ধারণা করা হয়,
প্রায়
৬,৮০,০০০-৭,৮০,০০০
বৎসর আগে এরা চীনে বসবাস
করতো। এদেরকে অবশ্য আধুনিক মানুষের প্রজাতি হিসাবে বিবেচনা করা হয় না। বিজ্ঞানীরা
আধুনিক মানুষের নিকটতম জ্ঞাতি হিসাবে এদের প্রজাতিগত নাম দিয়েছেন
Homo erectus pekinensis।
এদের
গড় উচ্চতা ছিল ১.৮ মিটার। এদের গড় ওজন ছিল ৬০ কেজি। খুলির গড়ন ছিল আধুনিক মানুষের
মতো। খুলির পরিমাপ ছিল ৯০০-১১০০ সিসি। এরা আধুনিক মানুষের মতো দুই পায়ে সোজা হয়ে
হাঁটতো এবং হাত ও পায়ের আনুপাতিক দৈর্ঘ্য ছিল আধুনিক মানুষের মতো।
সাম্প্রতিক সময়ের প্রাপ্ত কিছু জীবাশ্মের সূত্রে ধারণা করা হয়, প্রায় ১৭,০০,০০০ বৎসর আগে চীনে Homo erectus-রা বসবাস করতো। এই সময় এরা হাতিয়ার হিসাবে পাথর ব্যবহার করতো।
চীনের Homo sapiens -প্রজাতির যে নিদর্শন পাওয়া যায়, তা ১২ থেকে ১০ হাজার বছর আগের। ৭ হাজার বছর আগে এরা শস্য উৎপাদন তথা কৃষির পত্তন ঘটিয়েছিল। ৬ হাজার আগে এরা লিপি ব্যবহার শিখেছিল। আর চীনের প্রকৃত রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল খ্রিষ্টাপূর্ব ২১০০ অব্দে। জিয়া বা সিয়া (Xia ) নামক এই রাজ বংশের পতন ঘটেছিল খ্রিষ্টপূর্ব ১৬০০ অব্দে।
সূত্র :
চীনের সংক্ষিপ্ত ইতিহাস। বিদেশী ভাষা প্রকাশনালয়, পেইচিং। ১৮৮৯:
http://bengali.cri.cn/