ইয়েনগা গুহার
মূর্তি
ইয়েনগা
গুহার খোদাই-করা বৌদ্ধ মূর্তির জন্য বিখ্যাত একটি স্থান। চীনের উত্তরাঞ্চলের শানসি
প্রদেশের তাডং শহরের পশ্চিম দিকে ১৬ কিলোমিটার দূরের উচো পাহাড়ের দক্ষিণ পাশে
অবস্থিত এটি অবস্থিত। উল্লেখ্য উত্তর উয়ের রাজবংশের রাজা শিংআন-এর ক্ষমতাসীন হওয়ার
দ্বিতীয় বছরে (৪৫৩ খ্রিষ্টাব্দ) গুহার খনন কাজ শুরু হয়েছিল। এরপর উত্তর উয়েনের
রাজধানী লোইয়াংয়ে স্থনান্তরিত হওয়ার পূর্বে (৪৯৪ খ্রিষ্টাব্দ) গুহার বেশির ভাগ
নির্মাণ কাজ সম্পন্ন হয়। পরবর্তীকালে গুহার ভিতরের বৌদ্ধ মূতিগুলোর নির্মাণ কাজ
সম্পন্ন হয় জেনগুয়াং সম্রাটের শাসনকালে (৫২০-৫২৫ খ্রিষ্টাব্দ)। পাহাড়ের পাদদেশের
পূর্ব-পশ্চিম অংশ জুড়ে (প্রায় এক কিলোমিটার দীর্ঘ) রয়েছে ৪৫টি প্রধান গুহা।
এছাড়া রয়েছে ২৫২টি ছোট-বড় কুলুংগি, ৫১ হাজার পাথরের তৈরি মূর্তি। এগুলোর ভিতরে
সবচেয়ে বড় মূর্তিটি ১৭ মিটার লম্বা এবং সবচেয়ে ছোটটির দৈর্ঘ্য মাত্র কয়েক
সেন্টিমিটার। গুহাতে সংরক্ষিত সব মূর্তিই গৌতম বুদ্ধের।
সূত্র :