চীনের পর্বত ও পর্বতমালা
চীন মূলত পার্বত্য দেশ। সারা দেশের
দুই-তৃতীয়াংশ অঞ্চলই পার্বত্যভূমি। এছাড়া রয়েছে মালভূমি। ভৌগলিক অবস্থার বিচারে
৩৩শতাংশ পাহাড়ী এলাকা, ২৬শতাংশ মালভূমি, ১৯ শতাংশ বেসিন, ১২ শতাংশ সমতলভূমি আর ১০
শতাংশ ক্ষুদ্র পাহাড়। চীনের মূল ভিত্তি ভূমি হলো পামির মালভূমি সৃষ্টি হয়। এই
মালভূমির সমুদ্রতলের বিচারে গড় উচ্চতা প্রায় ৪০০০মিটার। এই কারণে একে বিশ্বের ছাদ
নামে অভিহিত করা হয়। এই মালভূমিটিতে অবস্থিত হিমালয়ের প্রধান শৃঙ্গ এভারেষ্ট। এই
মালভূমিকে বলা হয় চীনের উচ্চতম ধাপ বা প্রথম ধাপ। এর পরে দ্বিতীয় ধাপে আছে
অন্ত-মঙ্গোলিয়া মালভূমি, দো আঁশ মালভূমি, ইয়ুন্নান-কুইচৌ মালভূমি এবং থালিমু
অববাহিকা, চুনগার অববাহিকা ও সিছুয়ান অববাহিকা। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড়
উচ্চতা১০০০-২০০০ মিটার। এই ধাপের পূর্বপ্রান্ত জুড়ে রয়েছে বড় সিং আনলিন পবত, থাইহান
শ্যান পাহাড়, উশ্যান পাহাড়, আরস্যুয়ে ফোং শ্যান পাহাড়। তৃতীয় ধাপের পূর্বদিকের
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেরউপকূলীয় এলাকায় বিস্তৃত হয়েছে । এই ধাপে ভূমি ৫০০-১০০০
মিটার নিচে নেমে গেছে । উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্তস্থায়ী তৃতীয় সিড়িতে
উত্তর-পূর্বসমতল-ভূমি , উত্তর চীন সমতল-ভূমি , ইয়াংসিনদীর মধ্য ও নিম্ন অববাহিকা
সমতল-ভূমি আর সমতল-ভূমির প্রান্তে নিচু ও ক্ষুদ্র পাহাড় ছড়িয়ে আছে। এর চতুর্থ ধাপ
পূর্বদিকে চীনের মহাদেশ-সোপান স্বল্প গভীর সাগরীয় এলাকা জুড়ে বিস্তৃত। এর গভীরতা
২০০ মিটারের কিছু কম ।
হিমালয় পর্বতমালা:এই পর্বত বক্ররেখার মতো ভারত আর নেপাল ও চীনের মধ্য দিয়ে
প্রায় ২৪০০ কিলোমিটারব্যাপী ছড়িয়ে পড়েছে। এর গড় সামুদ্রিক উচ্চতা ৬০০০ মিটার, এটি
বিশ্বের উচ্চতম ও বৃহত্তম পর্বত। এর প্রধান শৃঙ্গ এভারেষ্ট (চীনা ভাষা চুমোলাংমা)
সামুদ্রিক উচ্চতা ৮৮৪৮.১৩মিটার, এটি বিশ্বের উচ্চতম শৃঙ্গ ।
খুনলুনশ্যান পর্বতমালা:পশ্চিমের পামির মালভূমি থেকে পূর্ব দিকে চীনের
সিছুয়াং প্রদেশের উত্তর-পশ্চিম এলাকা পর্যন্ত এই পর্বত বিস্তৃত। এই পর্বতের
দৈর্ঘ্য প্রায় ২৫০০ কিলোমিটার, এর গড় সামুদ্রিক উচ্চতা হলো ৫০০০-৭০০০ মিটার, এর
উচ্চতম শৃঙ্গ কোংগার পাহাড়ের উচ্চতা ৭৭১৯ মিটার ।
থিয়েনশ্যান পর্বতমালা:উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত
অঞ্চলের মধ্যাংশে এই পর্বতমালা বিস্তৃত। এর শৃঙ্গগুলো উচ্চতা ৩০০০-৫০০০ মিটার এবং
এর সবচেয়ে উঁচু শৃঙ্গ থোমোরের উচ্চ্তা ৭৪৫৫.৩ মিটার ।
থাংকুলা পর্বতমালা :থাংকুলা পর্বত ছিংহাই-তিব্বত মালভূমির মধ্যাংশে অবস্থিত।
এর গড় উচ্চ্তা ৬০০০ মিটার । এর সর্বোচ্চ শৃঙ্গ ক্যালাতানতং শৃঙ্গের উচ্চ্তা ৬৬২১
মিটার, এটি চীনের দীর্ঘতম নদী ছাংচিয়াং নদীর উৎস ।
ছিনলিন পর্বতমালা:পশ্চিম চীনের কানসু প্রদেশের পূর্ব দিক থেকে পূর্ব চীনের
হোনান প্রদেশের পশ্চিম দিক বিস্তৃত। এর প্রধান শৃঙ্গ থাইপাইশ্যানের উচ্চ্তা ৩৭৬৭
মিটার । ছিনলিন চীনের দক্ষিণ আর উত্তরের মধ্যেকার এক গুরুত্বপূর্ণ ভৌগলিক রেখা ।
বড় সিং আনলিন পর্বতমালা:উত্তর-পূর্ব চীনের হেইলুংচিয়াং প্রদেশের মোহো থেকে
দক্ষিণ দিকে পুরানো হাহো নদীর উত্তর অববাহিকা পর্যন্ত এই পর্বতমালা বিস্তৃত । এর
দৈর্ঘ্য ১০০০ কিলোমিটার, গড় উচ্চতা ১৫০০ মিটার। এর প্রধান শৃঙ্গ হুয়াংকাংলিয়াংয়ের
উচ্চতা ২০২৯ মিটার।
থাইহাং পর্বতমালা :উত্তর দিক থেকে দক্ষিণ দিকে হুয়াংথু মালভূমির
পূর্ব-প্রান্তে অবস্থিত। এর দৈর্ঘ্য ৪০০ কিলোমিটার। এর প্রধান শৃঙ্গ ক্ষুদ্র উ
থাইশ্যানের উচ্চতা ২৮৮২ মিটার ।
ছিলিয়েনশ্যান পর্বতমালা:ছিংহাই-তিব্বত মালভূমির উত্তর-পূর্ব প্রান্তে
বিস্তৃত । এর গড় উচ্চতা ৪০০০ মিটারের বেশি । ছিলিয়েনশ্যান পর্বতের প্রধান শৃঙ্গের
উচ্চতা ৫৫৪৭ মিটার ।
হেংতুয়ানশ্যান পর্বতমালা:ছিংহাই-তিব্বত মালভূমির দক্ষিণ-পূর্ব অঞ্চলে অর্থাৎ
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল আর সিছুয়ান ও ইউয়ুন্নান প্রদেশের সংলগ্ন অঞ্চলে
অবস্থিত, এর সর্বোচ্চ শৃঙ্গ কোংগাশ্যানের উচ্চতা ৭৫৫৬ মিটার।
তাইওয়ান পর্বতমালা:তাইওয়ান পর্বত তাইওয়ান দ্বীপের পূর্ব-দিকের মধ্যে
অবস্থিত। এর প্রধান শৃঙ্গ ইয়ুশ্যানের উচ্চতা ৩৯৫২ মিটার ।