চীনের জাতীয় বিষয়াবলি
 

জাতীয় পতাকা
চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় পতাকার প্রেক্ষাপট লাল, এটি বিপ্লবের নিদর্শন। এর উপরে পাঁচটি হলুদ রঙের তারকা। পতাকার বামকোণা বরাবর একটি বড় তারাকে ঘিরে বাকি চারটি তারা অর্ধ-বৃত্তাকারে সাজানো আছে। এটি কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বিপ্লবী জনগণের মহা ঐক্যের প্রতীক। পতাকাটির দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হল ৩:২।

জাতীয় প্রতীক :
চীনের পতাকা, থিয়েন আনম্যান, চাকা আর ধানের শীষ নিয়ে চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক গঠিত । এটা চীনের ৪ঠা মে আন্দোলনের সূত্রে এই প্রতীক গ্রহণ করা হয়েছে। চীনের জনগণ কর্তৃক পরিচালিত নতুন গণতান্ত্রিক বিপ্লবী সংগ্রাম এবং শ্রমিক শ্রেণির নেতৃত্বাধীন শ্রমিক-কৃষক মৈত্রীর ভিত্তিতে গঠিত একনায়কত্বের নয়া চীনের প্রতিষ্ঠার পরিচায়ক হলো এই প্রতীক।

জাতীয় সঙ্গীত :
চীনের সংগ্রামী জনতার বীরত্বপূর্ণ অগ্রযাত্রার একটি গানকে চীন গণপ্রজাতন্ত্রের জাতীয় সংগীত  হিসাবে গ্রহণ করা হয়েছে। গানটি ১৯৩৫ খ্রিষ্টাব্দে রচনা করেছিলেন নাট্যকার থিয়েনহান আর সুর দিয়েছিলেন নিয়ের আর। ১৯৪৯ খ্রিষ্টাব্দের ২৭শে সেপ্টেম্বর চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়াছিল, চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত আনুষ্ঠানিকভাবে তৈরি না হওয়া পর্যন্ত বীরত্বপূর্ণ বাহিনীর অগ্রযাত্রার গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে প্রতিষ্ঠিত হবে। পরে এই গানটিকেই আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি পেয়েছে।

             জাগো !
দাস হতে অনিচ্ছুক মানুষেরা ।
আমাদের রক্ত-মাংস দিয়ে নতুন মহাপ্রাচীর গড়ো!
চীনা জাতির পরম সংকটময় মুহুর্তে,
সবাই উচ্চৈঃস্বরে ডাক দেয় লড়াইয়ের তরে ।
জাগো! জাগো ! জাগো !
লক্ষ লক্ষ মানুষের এক মন এক প্রাণ ,
শত্রুর তোপ অগ্রাহ্য করে হও আগুয়ান !
শত্রুর তোপ তুচ্ছ করে হও আগুয়ান !
হও আগুয়ান! হও আগুয়ান ! হও আগুয়ান !

সূত্র :
http://bengali.cri.cn/chinaabc/chapter1/chapter10102.htm