পৃথিবীর সবচেয়ে বৃহদাকারের পিরামিড। প্রাচীন পৃথিবীর সপ্তমাশ্চর্যের তালিকায় মূলত এই পিরামিডকেই উল্লেখ করা হয়ে থাকে। এই পিরামিডটি তৈরি করা হয়েছিল খ্রিষ্টপূর্ব ২৫৬০-২৫৪০ অব্দের ভিতর। এর পিরামিডটির অবস্থান ৩১.১৩১০১৩ দ্রাঘিমাংশ এবং ২৯.৯৭৬৯৭৭ অক্ষাংশে। [সূত্র : গুগল ম্যাপ (maps.google.com) “29.976977, 31.131013”]। ভূমির সাথে পিরামিডের উপরিতলের ঢাল হচ্ছে ৫১°৫০'৪০" (৫১ ডিগ্রী ৫০ মিনিট ৪০ সেকেন্ড)।
এটাকে মূলত যথার্থ পিরামিড (True Pyramid) হিসাবে গবেষকরা আখ্যায়িত করেছেন। ধারণা করা হয়, এই পিরামিডটির নির্মাণ কালে যে উচ্চতা ছিল, বর্তমানে তা নেই। উল্লেখ্য বর্তমানে এর উচ্চতা ৪৫৫.৫ ফুট। এটি ৭৫৫ বর্গফুট জমির উপর স্থাপিত। তবে পিরামডটির ভিত্তির ক্ষেত্রফল ৫,৬৮,৫০০ বর্গফুট। ভিত্তির বর্গক্ষেত্রের প্রতিটি বাহু গড়ে ৭৫৪ ফুট দীর্ঘ, যদিও বর্তমানে তা ৭৪৫ ফুট পর্যন্ত টিকে আছে। ধারণা করা হয় এই পিরামিডটি তৈরি করতে প্রায় ১ লক্ষ শ্রমিক, ১৪ থেকে ২০ বছর ধরে কাজ করেছিল।
পুরো পিরামিড তৈরিতে চুনাপাথরের ব্লক ব্যবহার করা হলেও এর ভিতরে রাজার কক্ষ এবং তার উপরের অংশটি গ্রানাইট পাথর দিয়ে তৈরি। এই পিরামিডে প্রায় ২৩,০০,০০০ লাইমস্টোন ব্লক ব্যবহার করা হয়েছে। প্রতিটি পাথরের গড় ওজন ২.৫ টন এবং কোন পাথরের ওজনই ২ টনের কম না। রাজার কক্ষের ওপর ছাদ হিসাবে সর্বোচ্চ ৯ টন ওজনের গ্রানাইট পাথর ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে পুরো পিরামিডটির ওজন প্রায় ৬০লক্ষ টন। প্রায় ৫০০ মাইল দূরের আসওয়ান থেকে নৌপথে (নীল নদ দিয়ে) ৫৫ লক্ষ টন লাইমস্টোন এবং ৫০,০০০ টন গ্রানাইড আমদানি করা হয়েছিল।
ঠিক কি পদ্ধতিতে এই পাথরের
ব্লকগুলো উপরে উঠিয়ে ধাপে ধাপে বসানো হয়েছিল, তা সবই অনুমান করা হয় মাত্র।
তবে বেশিরভাগ অনুমানকারীদের মতে- অনেক দূর থেকে মাটির ঢাল তৈরী করে সেই
ঢালের উপর দিয়ে টেনে টেনে পাথরগুলো উপরে তোলা হতো। এক্ষেত্রে কপিকল
ব্যবহৃত হতো। ফরাসী স্থপতি 'জিন পিয়েরে হডিন'-এর (Jean-Pierre
Houdin) মতে পিরামিডের
ভিতর ঢালু সুরঙ্গ তৈরি করা হয়েছিল এবং এই সুরঙ্গ পথে টেনে টেনে পাথরগুলো
উপরে নেয়া হয়েছে। পরে পিরামিড তৈরি হওয়ার পর সুরঙ্গ ভরাট করে ফেলা হয়েছে।
প্রাচীন মিশরীয়রা যে পরিমাপ করতো, তাকে একালের বিজ্ঞানীরা নাম দিয়েছেন
'রয়াল কিউবিট'। ১ রয়াল কিউবিট ছিল ২০.৬ থেকে ২০.৬৪ ইঞ্চির সমান।
সূত্র :
http://www.usatoday.com/tech/science/2007-05-16-pyramid-theory_N.htm
http://www.world-mysteries.com/mpl_2.htm