অকা

তামিল অকা>বাংলা অকা।
প্রাচীন ভারতীয় স্বর্ণ মুদ্রা বিশেষ। এর আকৃতি প্রায় গোল ও প্রান্তদেশ মসৃণ। এর ওজন .৪৩ গ্রাম, ব্যাস ৯ মিলিমিটার। দক্ষিণভারতের তামিলনাড়ুর চোল বংশীয় রাজা রাজারাজা চোল (রাজত্ব কাল ৯৮৫-১০১৪ খ্রিষ্টাব্দ) এই মুদ্রা প্রচলন করেন।


 

এতে ব্যবহার  করা হয়েছে, তাঞ্জাভুরের প্রচলিত নকশা। এতে দেখা যায় একটি ছাতার নিচে দুটো মাছের দিকে মুখ করা বাঘের ছবি রয়েছে। এর উল্টোপিঠের ছবিতে দেবনাগরী অক্ষরে যুদ্ধমালা লিখা আছে। এই মুদ্রার নকশা গ্রহণ করা হয়েছিল উত্তম চোলের প্রচলিত মুদ্রার নকশা থেকে। উক্ত মুদ্রায় বসে থাকা বাঘটি দ্বারা চোল শক্তিকে বুঝানো হয়েছিল। অন্যদিকে সামনের দুটো মাছ দ্বারা পাণ্ড্যে বা অন্য রাজবংশের ক্ষুদ্রতা বুঝানো হয়েছিল। ডান পাশের চিত্রে উত্তম চোলের মুদ্রার ছবিটি দেখানো। রাজারাজ চোল এই মুদ্রার অপর পিঠে যুদ্ধমাল্লা লিখা দ্বারা শ্রীলঙ্কা অধিকার সম্পর্কে বলা হয়েছে। এছাড়া প্রাচীন শ্রীলঙ্কার মুদ্রার আদলে আরও কিছু তামার মুদ্রা এই সময় প্রচলিত হয়।
 

নমুনার বিবরণ

মুদ্রামান : এক মেসা (Messa)

ধাতু: তামা

ব্যাস: ২০ মিলিমিটর

ওজন: ৪.৩ গ্রাম

আকার: গোল

প্রান্তদেশ: সমান

নমুনার বিবরণ

মুদ্রামান : এক মেসা (Messa)

ধাতু: তামা

ব্যাস: ১৯ মিলিমিটর

ওজন: ৪.০ গ্রাম

আকার: গোল

প্রান্তদেশ: সমান