এন্ট্রান্স পরীক্ষা
ব্রিটিশ ভারতে প্রচলিত প্রবেশিকা পরীক্ষা
বিশেষ।
লর্ড ম্যাকলে প্রবর্তিত ব্রিটিশ ভারতীয় শিক্ষানীতি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে ভর্তি
হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ১৮৫৭ খ্রিষ্টাব্দে ভারতবর্ষে
প্রথমবারের মতো এন্ট্রান্স পরীক্ষা চালু করা হয়। কলকাতা, মাদ্রাজ ও বম্বে
বিশ্ববিদ্যালয়ের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হতো। সে সময়ে এর মান ধরা হয়েছিল
অক্সফোর্ড-কেমব্রিজ বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত "অর্ডিনারি লেভেল এক্সামিনেশন" এর
সমতুল্য।
এই পরীক্ষায় পাস করার জন্য প্রতি বিষয়ে নূ্ন্যতম কত নম্বর রাখা উচিৎ, এ নিয়ে
বির্তকের সৃষ্টি হয়েছিল। সে সময়ে
ব্রিটিশ ছাত্রদের জন্য 'অর্ডিনারি লেভেল
এক্সামিনেশন'-এর পাস নম্বর ছিল ৬৫। কিন্তু ব্রিটিশরা ভারতীয়দের জন্য ৬৫ নম্বরের
সীমা রাখতে চায় নি। কারণ, ঔপনিবেশিক সময়কালে ইংরেজরা মনে করতো,
"The people of India are half as
intellectual and efficient as compared to the British"
অর্থাৎ "বুদ্ধি ও দক্ষতায় ভারতের মানুষ ব্রিটিশদের আর্দ্ধেক।" তাই পাস নম্বর ৬৫
করা হলে ভারতীয়রা পাস করতে পারবে না। ভারতীয়দের জন্য পাস নম্বর করা হয়েছিল ৬৫-এর
অর্ধেক ৩২.৫ নির্ধারণ করা হয়। তাই এন্ট্রান্স 'অর্ডিনারি লেভেল এক্সামিনেশন-এর
তুল্য হলেও, বাস্তবে এর মর্যাদা ছিল অর্ধেক।
১৮৫৭ থেকে ১৮৬১ খ্রিষ্টাব্দে পর্যন্ত পাস নম্বর ৩২.৫ ছিল। ১৮৬২ খ্রিষ্টাব্দে গণনার
সুবিধার্থে বৃদ্ধি করে ৩৩ করা হয়।