কটক
ইংরেজি :
Cuttack

ভারতীয় প্রজাতন্ত্রের উড়িষ্যা নামক প্রদেশের একটি জেলা ও জেলা শহর। উড়িষ্যার প্রাক্তন রাজধানী।

ভৌগোলিক অবস্থান :
উড়িষ্যা'র রাজধানী ভূবনেশ্বর থেকে ২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা ৩৬ মিটার (১১৮ ফুট)।
ভৌগোলিক স্থানাঙ্ক : ২০
°২৭উত্তর ৮৫°৫২পূর্ব।
আয়তন : ৩৯৮ বর্গ কিলোমিটার (১৫৪ বর্গমাইল)।
জনসংখ্যা : ৬,০৬,০০৭ (২০১১)

ভাষা : ওড়িয়া।

সাক্ষরতার হার ৭৫%।