সৌবীর
প্রাচীন ভারতের নিম্ন সিন্ধু উপত্যকা অঞ্চলে অবস্থিত একটি রাজ্য। মহাভারত, রামায়ণ, বৌদ্ধ ও জৈন সাহিত্যে 
এই রাজ্যের নাম পাওয়া যায়।
অবস্থান: মহাভারতের বর্ণনা অনুসারে জানা যায় এটি সিন্ধু নদীর অববাহিকা অঞ্চলে 
এই রাজ্য ছিল। র্তমানে এই অঞ্চলটি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের কাছে অবস্থিত ছিল 
বলে অনুমান করা হয়।
তবে কখনো কখনো একে সিন্ধু, শিবি, আভীর, মাদ্র প্রভৃতি দেশের সন্নিকটে ছিল বলে উল্লেখিত হয়েছে।
জৈন ও বৌদ্ধ সাহিত্যে সৌবীরকে রাজগৃহ বা রোরুকা নগরীর সঙ্গে যুক্ত করা হয়, যা বর্তমান সিন্ধু প্রদেশে (আধুনিক রোহির/রোহর/আলোর) অবস্থিত।
সনাতন হিন্দু পৌরাণিক গ্রন্থাদির ভিতরে বিশেষভাবে রামায়ণ ও মহাভারতে সৌবীরের বিষয়ে 
জানা যায়।  রামায়ণে সৌবীরকে সিন্ধুর আশেপাশের এক শক্তিশালী রাজ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। মহাভারতের 
মতে সৌবীর রাজ্যের রাজা ছিলেন জয়দ্রথ। জয়দ্রথ ছিলেন কৌরবদের মিত্র এবং দ্রৌপদী-অপহরণের কাহিনির জন্য প্রসিদ্ধ। বৌদ্ধ জৈন গ্রন্থে সৌবীরকে সমৃদ্ধ বাণিজ্যিক অঞ্চল বলা হয়েছে।
 
 
তথ্যসূত্র:
	- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। সংস্কৃত পুস্তক ভাণ্ডার। 
	১৯৯২। অধ্যায়: রাগ।