ইরানের পতাকা

ইরান
ইংরেজি  Iran
ফার্সি: ايران ইরান‎‎
দক্ষিণ-পশ্চিম এশিয়ার কটি স্বাধীন রাষ্ট্র। এর রাজধানীর  নাম তেহরান।

প্রায় ২০০০ বছর ধরে স্থানীয় অধিবাসীদের কাছের দেশটির নাম ইরান ছিল। উল্লেখ্য ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী আর্য গোত্রের নাম থেকে নেয়া। কিন্তু গ্রিকরা এই অঞ্চলকে পার্সিস বলে ডাকত। গ্রিক ভাষার সূত্রে আধুনিক ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া । বাংলাতে এই নাম পারশ্য হয়ে যায়। ১৯৩৫ খ্রিষ্টাব্দে ইরানের রাষ্ট্রপক্ষ থেকে দেশটিকে কেবল "ইরান" নামে অভিহিত করার সিদ্ধান্ত গ্রহণ করে। বর্তমান বিশ্বে এই নামটি ইরান নামেই সর্বাধিক পরিচিত।

ভৌগোলিক অবস্থান: ৩৫°৪১ উত্তর ৫১°২৫ পূর্ব।  এর উত্তরে আর্মেনিয়া, আজারবাইজান, কাস্পিয়ান সাগর ও তুর্কমেনিস্তান; পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান; দক্ষিণে ওমান উপসাগর, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর, এবং পশ্চিমে ইরাক ও তুরস্ক।

আয়তন: ৬,৩৬,৩৭২ বর্গ মাইল।
 
জনসংখ্যা: ২০১০ খ্রিষ্টাব্দের অনুমানিক হিসাব  ৭,৬৯,২৩,৩০০।

রাষ্ট্রীয় ভাষা: ফার্সি
ধর্ম: ইসলাম শিয়া।
মুদ্রা: রিয়েল।