মসজিদ নেগারা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুরে স্থাপিত জাতীয় মসজিদ। এর নাম মসজিদ নেগারা। ভৌগোলিক অবস্থান : ৩°৩১ উত্তর ১০১°৪১৩০পূর্ব। প্রায় ১৩ একর বাগানযুক্ত একটি আঙিনার ভিতর এই মসজিদটি অবস্থিত। এই মসজিদে এক সাথে ১৫,০০০ হাজার লোক নামাজ পড়তে পারে।

এই মসজিদের একটি মাত্র মিনার আছে। এর উচ্চতা ৭৩ মিটার। কংক্রিট ঢালাই ব্যবহার করে এর ছাদ ১৬ কোণা বিশিষ্ট তারকার আদলে সৃষ্টি করা হয়েছে। এর কেন্দ্রে ছাতার মতোই একটি কালো পট্টির মতো নকশা করা হয়েছে। ফলে উপর থেকে দেখলে একটি খোলা ছাতার মতো মনে হয়। প্রথমে দিকে এই মসজিদের ছাদের রঙ ছিল গোলাপী। ১৯৮৭ খ্রিষ্টাব্দে মসজিদটির সংস্কারের সময়- ছাদে নীল টাইল যুক্ত করা হয়।   মসজিদটি নির্মাণে মালয়েশিয়ান ১ কোটি রিঙ্গিত খরচ হয়েছিল।

মসজিদটির এক প্রান্তে ৭ প্রান্ত বিশিষ্ট তারকাসদৃশ্য একট স্থাপত্য দেখা যায়। মূলত এটি মালয়েশিয়ার কিছু বিশিষ্ট রাজনৈতিক নেতার কবর।

এই মসজিদের প্রকৃত নকশা তৈরি করেছিল মালয়েশিয়ার পাবলিক ওয়ার্কস বিভাগের তিন সদস্য বিশিষ্ট একটি দল। এঁরা ছিলেন মার্কিন  স্থপতি হোয়ার্ড আশলে, মালয়েশিয়ার স্থপতি হাসিম আলবক্রি ও স্থপতি বাহারুদ্দিন কাসিম।

১৯৫৭ খ্রিষ্টাব্দের ৩০ জুলাই তারিখে ব্রটিশ শাসনাধীন মালয়েশিয়ার ফেডারেল এক্সিকিউটিভ কাউন্সিল একটি জাতীয় মসজিদ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করে। এর এক মাস পরে অর্থাৎ ১৯৫৭ খ্রিষ্টাব্দের ৩১ আগষ্ট তারিখে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে। ১৯৫৮ খ্রিষ্টাব্দের ৫ই মার্চে এক সভায় মালয়েশিয়ার প্রথম প্রধান মন্ত্রী  টুঙ্কু আব্দুল রহমান-এর নামানুসারে এই মসজিদটির নাম 'মসজিদ টুঙ্কু আব্দুল রহমান পুত্র আলহাজ' রাখার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু টুঙ্কু আব্দুল রহমান এই প্রস্তাব নাকচ করে দিয়ে এই জাতীয় মসজিদটির নাম 'মসজিদ নেগারা' করার প্রস্তাব দেন। ১৯৬৫ খ্রিষ্টাব্দে এই মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় এই বৎসরেই। ১৯৮৭ খ্রিষ্টাব্দে মসজিদটির সংস্কার করা হয়।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Abdul_Rahman_Mosque
http://www.malaysian-explorer.com/masjidNegara.html